অমিতাভ বচ্চনের বাবাও একজন খ্যাতনামা কবি ছিলেন। হরিবংশরাই বচ্চনের কবিতা দারুণ জনপ্রিয় ছিল একটা সময়। হিন্দি সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। সুযোগ পেলেই বাবাকে শ্রদ্ধা জানাতে বা তাঁকে নিয়ে কথা বলতে ছাড়েন না বিগ বি। এদিন তাঁকে নিয়ে কথা বলেন তিনি। জানান তাঁর মা এবং বাবার সম্পর্কের কথা।
আরও পড়ুন: পুজো মিটতে না মিটতেই সুখবর দিলেন অনুষা! 'বন্ধু' আদিত্যর সঙ্গেই প্রেম করছেন মধুমন্তী - কন্যা?
কী জানালেন অমিতাভ বচ্চন?
কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এদিন অমিতাভ বচ্চন তাঁর মা তেজি বচ্চন এবং বাবা হরিবংশরাই বচ্চনকে নিয়ে কথা বলতে গিয়ে জানান তাঁর মা তাঁর বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর কীভাবে তাঁর সঙ্গে তেজি বচ্চনের আলাপ হয় জানান। বিগ বির কথায়, 'আমার বাবার প্রথম স্ত্রী মারা গেলে তিনি ডিপ্রেশনে ডুবে যান। ওই সময় তিনি যত কবিতা লিখেছিলেন সবই ভীষণ ডার্ক। দুঃখের আঁচ পাওয়া যায় সেগুলো পড়লেই। কিছু বছর পর থেকে উনি কবি সম্মেলনে অংশ নিতে থাকেন যাতে কিছু অর্থ রোজগার হয়।'
আরও পড়ুন: 'নিজের জন্য সবসময় কিছু করো...' মুম্বইয়ে সহবাস করছেন যিশু, জারা - সারাকে কী বুদ্ধি দিলেন নীলাঞ্জনা?
এরপর অমিতাভ আরও বলেন, 'বাবার এক বন্ধু বরেলিতে থাকত। উনি বাবাকে ডেকেছিলেন তাঁর বাড়িতে, সেখানে গেলে একদিন নৈশভোজের সময় তিনি বাবাকে কবিতা পাঠ করতে বলেন। কিন্তু সেই কবিতা পাঠ করার আগেই তিনি তাঁর স্ত্রীকে বলেন সেখানে তেজিকে ডাকতে। এভাবেই তাঁদের প্রথম দেখা হয়।'
তেজির রূপ এবং তাঁর পোশাক দেখে প্রথম দেখাতেই মুগ্ধ হন হরিবংশরাই বচ্চন। ওখানে বসেই তিনি তেজিকে নিয়ে কবিতা বানিয়ে পাঠ করেন। সেটা শুনে কেঁদে ফেলেন অমিতাভের মা। সেদিন রাতেই মালাবদল সারেন হরিবংশরাই এবং তেজি বচ্চন।
আরও পড়ুন: বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, অস্থির সময়ে 'মা'য়ের থেকে কী চাইলেন দাদা?