আমির খানের বিয়ে আর ডিভোর্স নিয়ে কম ট্রোল হয় না। তবে এবার খবরে, আমির-কন্যা ইরা খানের বিয়ের অনুষ্ঠান। খুব জলদিই এই তারকা সন্তান বসছে বিয়েতে। অর্থাৎ আরও এক রাজকীয়, পিকচার পারফেক্ট বিয়ের ছবি দেখবে দেশবাসী। কোথায়, কবে হবে এই শুভকাজ?
আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খান। নূপুর শিখরের সঙ্গে বিয়ে করবেন ২০২৪ সালের ৩ জানুয়ারি। খবর মিলছে, অনুষ্ঠানে পরিবারই হাজির থাকবে শুধু। তবে তারপর ১৩ জানুয়ারি মুম্বইতে দেওয়া হবে এনগেজমেন্ট পার্টি। আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকদের জন্য করছেন এই আয়োজন। ৩ জানুয়ারি হবে আইনি বিয়ে, তারপর নবদম্পতি যাবে উদয়পুরে। সেখানে অগ্নিসাক্ষী রেখে এক হবে চার হাত।
আমির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলদি সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা। এর আগে ইরা জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর… আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’
করোনার লকডাউনের মাঝেই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ইরা আর নূপুর। হবু জামাই আমিরের ফিটনেস কোচ। ট্রেন করেছেন ইরাকে। সঙ্গে বলিউডের পরিচিত নাম সুস্মিতা সেন-সহ বহু বলি তারকার ফিটনেস ট্রেনার তিনিই। আমির কন্যা ইরা চান না বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী হতে। পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনেই কাজ করতে আগ্রহী। বেশ কয়কে বছর আগেই একটি নাটক পরিচালনা করেছেন আমির কন্যা।
কয়েকদিন আগে মেয়ের বিয়ে নিয়ে আমির জানিয়েছিলেন, ‘ইরা ৩ জানুয়ারী বিয়ে করছে। ইরা যাকে বিয়ে করছে ছেলেটি খুব ভালো। ইরা যখন বিষণ্ণতার সঙ্গে লড়াই করছিল, তখন সে ওর সঙ্গে ছিল। ইরা যে এমন একজন মানুষকে পাশে পেয়েছে, তাতে আমি খুশি। ওরা একে-অপরকে খুব ভালোবাসে, দুজন দুজনের যত্ন নেয়। ও এর মধ্যেই আমার ছেলের মতো হয়ে গিয়েছে। আমি খুব কাঁদব ওদিন। বাড়ির সবাই তো বলতেও শুরু করেছে, আমিরকে ওইদিন সামলাতে হবে। আসলবে আমি আমার কান্না বা হাসি নিয়ন্ত্রণ করতে পারি না।’