শীতের সকালে দিদি শাহিনের সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ছবিতে ধরা পড়েছে দুই বোনের আদুরে খুনসুটিতে ভরা মুহূর্ত। শাহিনকে আলিয়ার কোলে ঘুমোতে দেখা যাচ্ছে, আর আলিয়া শাহিনের কাঁধে মাথা রেখেছিলেন।
পোস্টের ক্য়াপশনে আলিয়া লিখেছেন, ‘আমরা চুপচাপ ঘুমিয়ে আছি। শাহিনের সঙ্গে একসঙ্গে’। দুই বোনের আদুরে এই পোস্টে প্রচুর ভালোবাসা কুড়োচ্ছে নেটিজেনদের কাছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর’। অন্য একজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।’ আরও পড়ুন: চারদিকে তুষার-ঢাকা পাহাড়, হাড়হিম ঠান্ডায় আউটডোর পুলে সাঁতার কাটছেন সুস্মিতা, চমকে যাওয়া ভিডিয়ো
দেখুন আলিয়ার পোস্ট-
বলিউডের প্রথম সারির নায়িকা তিনি। মাত্র ৩০ বছর বয়সেই কেরিয়ারের শীর্ষে আলিয়া ভাট। অথচ কম বয়সেই বিয়ে করার আর মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন রণবীর ঘরণী। উল্লেখ্য, অবশেষে মেয়ে রাহাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বড়দিনেই মেয়েকে সামনে এনেছেন তাঁরা। রাহার চোখের মণির রং নীল। নেটিজেনদের বক্তব্য, ‘বাবা অথবা মা নয়, ছোট্ট রাহার চোখ দুটো ঠিক রাজ কাপুরের মতো’।
উল্লেখ্য, বর্ষবরণের আনন্দে মেতে উঠেছিল কমবেশি সব তারকাই। বাদ যাননি রণবীর-আলিয়াও। মলদ্বীপে ছুটি কাটিয়েছেন বলিউডের অন্যতম চর্চিত তারকা দম্পতি। ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন কাপুর বাড়ির বউমা আলিয়া। বর্ষশুরুর পার্টিতে স্ত্রীকে চুমুতে ভরিয়েছেন প্রেমিক স্বামী রণবীর কাপুর। ৩১ ডিসেম্বর রাতে জমিয়ে পার্টি করেছেন রণবীর-আলিয়া। মলদ্বীপের নাইট ক্লাবের পার্টিতে মায়াবী রঙিন আলোর নিচে ধরা দিয়েছেন রণবীর ঘরণী।