
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দীর্ঘ স্ট্রাগল করার পর বলিউডে নিজের পায়ের তলা মাটি শক্ত করেছেন অক্ষয় কুমার। একটা সময় ছিল মাত্র ৫০০ টাকা দিয়ে ভাড়া বাড়িতে থাকতেন অভিনেতা। রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডন বস্কো পাবলিক স্কুল এবং মুম্বইতে কাটানো শৈশব নিয়ে স্মৃতিচারণা করেছেন। এক সময় যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেই বাড়ি কেনার পরিকল্পনা করছেন অভিনেতা।
ডন বস্কো স্কুলে ফিরে যাওয়া নিয়ে কেমন অনুভূতি, অক্ষয়কে সেই প্রশ্নই করেছেন রণবীর। এরপরই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ অভিনেতা বলেন, ‘আমি জানি না কোন মনোস্তত্ত্ব কাজ করে, তবে সেখানে ফিরে যেতে আমার ভালো লাগে। আমার পুরনো বাড়িতে যেতেও আমার খুব ভালো লাগে। পুরনো বাড়িতে ভাড়া থাকতাম আমরা, ৫০০ টাকা ভাড়া দিতাম। শুনলাম ওই বিল্ডিংটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। তাই আমি এখানে জানিয়ে তৃতীয় তলটা আমি কিনতে চাই। কারণ আমি ওখানে থাকতাম। দুটো বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি কিনতে চাই’।
আরও পড়ুন: ‘বৃষ্টির মতো কথাবার্তা..’, পার্কস্ট্রিটে শ্যুটিংয়ে কাজল, ৬ বছর পর দেখা করে কেমন অনুভূতি ঋদ্ধির
আরও পড়ুন: আলিয়ার কোমরে হাত রেখে ‘নাদান পারিন্দে’ গানে নাচলেন রণবীর, পার্টির অন্দরের ভিডিয়ো ফাঁস
অক্ষয় আরও জানিয়েছেন, ‘ওখানে আমাদের কেউ থাকে না। কিন্তু তবুও আমি ওই ফ্ল্যাটটা রাখতে চাই। আমার এখনও মনে আছে আমি এবং আমার বোন বাবার ফিরে আসার জন্য অপেক্ষা করতাম, তখন তিনি ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতেন। সেই স্মৃতিগুলো এখনও চোখে ভাসে। একটা পেয়ারা গাছ ছিল, ফল পেড়ে খেতাম। আমি এখনও প্রতি মাসে সেখানে গিয়ে কিছু পেয়ারা ও ফুল নিয়ে আসি। মন থেকে বলছি যোগাযোগ রাখতে চাই। সেখান থেকেই তো আমি উঠে এসেছি’।
আরও পড়ুন: রাজনীতিতে যোগদানের পরই নিজেকে নতুন মার্সিডিজ উপহার দিলেন কঙ্গনা, লাক্সারি গাড়িটির দাম কত
'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। ২০২৪ সালের সবথেকে প্রতীক্ষিত এই ছবি। ট্রেলারেই স্পষ্ট যে এই ছবি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড ছবিতে ঠিক কী কী করতে চলেছেন তা জানতে উদগ্রীব সিনেমাপ্রেমীরা। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ২০২৪-এর ইদে মুক্তি পাবে এই ছবি। মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন মানুষী চিল্লার এবং আলিয়া এফ।
৳7,777 IPL 2025 Sports Bonus