বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়ে নাইসার বলিউড এন্ট্রি নিয়ে প্রথম মুখ খুললেন অজয়, ‘বাচ্চাদের মতিগতি…’
অজয় দেবগন আর কাজলের মেয়ে নাইসা দেবগন আজকাল প্রায়ই থাকেন চর্চায়। ভোল বদলে একেবারে ঝকঝকে হয়ে উঠেছে এই স্টারকিড। বয়স সবে ১৯, এখনও কলেজের গণ্ডি পেরোয়নি। তবে ইতিমধ্যেই মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাকে হেঁটেছেন ফ্যাশন শো-তে। কালো হাই স্লিট স্কার্ট, ক্রপ টপ ও ম্যাচিং ব্লেজারে নজর কেড়েছিলেন। এরপরের কী প্ল্যান? ‘রানওয়ে ৩৪’ ছবির প্রোমোশনে এসে এরকম প্রশ্নেরই মুখোমুখি হতে হল অজয়কে। সাথে ছিলেন অমিতাভ বচ্চন, বোমন ইরানি, রকুল প্রীত সিং।