আরও একবার বলিউডের ছবিতে শোনা যাবে খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর গান। জানা যাচ্ছে, করণ জোহরের আগামী ছবিতে গান গাইতে চলেছেন অজয় চক্রবর্তী। যে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। আর একথা নিজেই আনন্দবাজারকে জানিয়েছেন কিংবদন্তি এই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
জানা যাচ্ছে, কিছুদিন আগেই অজয় চক্রবর্তীর শ্রুতি নন্দনে হাজির হয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। তবে তিনিই এই সেই গানের সুরকার কিনা সেকথা খোলসা করতে চাননি সঙ্গীতশিল্পী। তবে আনন্দবাজারকে জানান, রহমানের সুরে এর আগে তিনি হিন্দি ছবিতে তিনি গান গেয়েছেন। তাঁর কথায়, 'সিনেমাতে রাগাশ্রয়ী গানের ভূমিকা অস্বীকার করা যায় না। এ প্রসঙ্গেই আলোচনা হচ্ছিল সে দিন। রহমান, শঙ্কর-এহসান-লয়, অনন্ত মহাদেবন— এঁরা আমার কাছে পরামর্শ নিতে আসেন।
শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর কথায়, সিনেমার সঙ্গে রাগাশ্রয়ী গানের বন্ধন চিরকালের। গানের রাগের ছোঁয়া না থাকলে সেই গান প্রাণ পায় না। কালজয়ীও হয় না। আর এই বার্তা নিয়ে অতি সম্প্রতি তাঁর সঙ্গীত প্রতিষ্ঠানের তরফে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আরও পড়ুন-নুরানং জলপ্রপাত থেকে তাওয়াং মঠ, অরুণাচল প্রদেশে ছেলে সহজকে নিয়ে জমিয়ে মজা প্রিয়াঙ্কার
এদিকে অজয় চক্রবর্তী জানিয়েছেন, তিনি যে হিন্দি ছবিতে গান গাইতে চলেছেন, সেটির গল্প লেখা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে পটভূমিকায়। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে খুব সম্ভবত ২৪ মার্চ গানের রেকর্ডিং হতে পারে। তার আগেই মুম্বই উড়ে যাবেন শিল্পী।
প্রসঙ্গত, অজয় চক্রবর্তী অবশ্য এই প্রথমবার হিন্দি ছবিতে গান গাইতে চলেছেন এমনটাও নয়। ‘গদর: এক প্রেমকথা’, ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর জন্য তাঁর গাওয়া ‘আন মিলো সজনা’, ‘গরজ গরজ’ গানগুলি বেশ জনপ্রিয়তা পায়। তবে এবার তিনি কার লেখা ও সুরে গান গাইতে চলেছেন, তা জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।