Priyanka-Sohoj: নুরানং জলপ্রপাত থেকে তাওয়াং মঠ, অরুণাচল প্রদেশে ছেলে সহজকে নিয়ে জমিয়ে মজা প্রিয়াঙ্কার
Updated: 21 Mar 2025, 03:54 PM IST Ranita Goswami 21 Mar 2025 Priyanka Sarkar, Arunachal Pradesh, Priyanka Sarkar With Son Son Sohoj, প্রিয়াঙ্কা সরকার, ছেলে সহজের সঙ্গে প্রিয়াঙ্কা সরকার, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে প্রিয়াঙ্কা সরকারহাজারো ব্যস্ততার মধ্যেও মাতৃত্বে কোনও খামতি পারেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছেলে পড়াশোনার ফাঁকে এবং তিনি নিজেও কাজ থেকে কিছুটা ছুটি পেলেই মা ও ছেলে চলে যান বেড়াতে। ঠিক যেমন এই মুহূর্তে অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়েছেন সহজ ও তাঁর মা প্রিয়াঙ্কা।
পরবর্তী ফটো গ্যালারি