Salman-Karan: 'কুছ কুছ হোতা হ্যায়'-এর পর এই প্রথম, ২৫ বছর পর আবারও করণের ছবিতে সলমন!
1 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2023, 08:18 PM ISTকরণ নিজেই সলমনকে ধর্মা প্রোডাকশনের ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। আর তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাশাপাশি যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার ছবিতেও কাজ করতে চলেছেন বলে জানান সলমন। তাঁর কথায়, দুটোই অনেক বড় প্রযোজনা সংস্থা। করণ ও আদিত্য দুজনের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।
সলমন খান-করণ জোহর