Sreelekha Mitra: জন্মদিনে ছোটবেলার স্মৃতিতে ভেসে অভিনেত্রী লিখলেন, ‘একসময় রোগা ছিলাম’, কে ইনি?
1 মিনিটে পড়ুন Updated: 30 Aug 2023, 06:11 PM ISTজন্মদিনে ফেসবুকের পাতায় তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সবকটিই তাঁর ছোটবেলার,পুরনো দিনের স্মৃতিমাখা। একটিতে ছোটবেলায় কোনও এক নাচের অনুষ্ঠানের, দ্বিতীয়টি ভাইয়ের সঙ্গে সমুদ্রপাড়ের, তৃতীয়টিও সাদাকালো একটি ছবি। ছবিরর ক্যাপশানে অভিনেত্রী লেখেন, ‘একসময় আমি রোগা ছিলাম, শুভ জন্মদিন।’
ছোটবেলার ছবিতে শ্রীলেখা