গত ১০ জুলাই (২০২৩) বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। নাহ সামাজিক বিয়ে তাঁদের হয়নি, তবে আইনি বিয়ে হয়েছে। আর ৯ জানুয়ারি ‘হাফ ইয়ার অ্যানিভার্সারি’ উপলক্ষ্যে স্বামীর স্বর্ণেন্দুর সঙ্গে সেলিব্রেশনের ছবি দিয়েছেন শ্রুতি।
শ্রুতি-স্বর্ণেন্দুর ৬মাস
কথায় বলে, সময় নদীর স্রোতের মতো, কোথা থেকে পার হয়ে যায়, বোঝা বড়ই দায়! বিশেষ করে ভালো সময়ই বেশি দ্রুত পার হয়ে যায়। আর তাই-ই হয়ত সময় বড়ই দামি। ঠিক যেমনটা হল ‘রাঙা বউ’ শ্রুতি দাসের ক্ষেত্রে! এই তো সেদিন বিয়ে করলেন শ্রুতি-স্বর্ণেন্দু। তারপর দেখতে দেখতে একসঙ্গে ৬ মাস কাটিয়েও ফেললেন টলিপড়ার এই তারকা দম্পতি।
হ্যঁ, ঠিকই ধরেছেন আজ শ্রুতি ও স্বর্ণেন্দুর ‘হাফ ইয়ার অ্যানিভার্সারি’। গত ১০ জুলাই (২০২৩) পরিবারের আশীর্বাদ নিয়ে বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। নাহ সামাজিক বিয়ে তাঁদের হয়নি, তবে আইনি বিয়ে হয়েছে। আর তাই আইনত স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস এখন স্বামী-স্ত্রী। আর ৯ জানুয়ারি ‘হাফ ইয়ার অ্যানিভার্সারি’ উপলক্ষ্যে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সেলিব্রেশনের ছবি দিয়ে শ্রুতি লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে মিসেস দাস সমাদ্দার হয়ে অর্ধেক বছর পার করলাম। শুভ ৬মাস বাবি। যেমন কেক চেয়েছি, ঠিক তেমনই কেক পেয়েছি। এটা দারুণ।’
এদিকে শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের পর ৬ মাস কেটে গিয়েছে, সেকথা এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁদের অনুরাগীরা। নেটিজেনদের অনেকেই এই দম্পতি শুভেচ্ছাও যেমন জানিয়েছেন, তেমনই অনেকে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এত তাড়াতাড়ি ৬মাস হয়েও গেল!’