একসময় মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রুকমা রায়। তারপর ‘কিরণমালা’ ধারাবাহিকের হাত ধরেই পথ চলা শুরু করেছিলেন। তারপর 'দেশের মাটি', ‘লালকুঠি’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজও দেখা গিয়েছে রুকমাকে। তবে এখন তিনি অভিনয় করছেন ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকে।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে কথা বলেছেন রুকমা। প্রথম সারির চ্যানেল ছেলে কেন ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী? এমন কথায় রুকমা জানান, তাঁর কাছে যখন এই কাজের প্রস্তাব যায়, তখন তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তাই এই ধারাবাহিকে কাজের প্রস্তাবে 'না' বলে দিয়েছিলেন। তারপর প্রায় ১ বছর পর একই প্রস্তাব গেলে তিনি আর ফেরাননি।
রুকমার কথায়, ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকের গল্পও অন্যান্য ধারাবাহিকের থেকে আলাদা। প্রসঙ্গত, ধারাবাহিকে গল্পে মুখ্য চরিত্র অন্নপূর্ণা মুখার্জি ওরফে পূর্ণার চরিত্রে অভিনয় করছেন রুকমা। যে কিনা IPS অফিসার হওয়ার স্বপ্ন দেখে।
আরও পড়ুন-কিংবদন্তি ব্যক্তিত্ব, কাজ করেছেন শিশুশিল্পী হিসাবেও, চিনতে পারছেন এই জনপ্রিয় অভিনেতাকে?
আরও পড়ুন-'অপূর্ব'র জন্য কাদা, ছাইয়ের উপর গড়াগড়ি খেয়েছি, অথচ ১সপ্তাহ স্নান করিনি, চুলে চিরুনি দিইনি: তারা