
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী দেশজুড়ে অশান্তির আগুন জ্বলছে। গণভবন এখন বিক্ষোভকারীদের দখলে। দেশ আপাতত সেনার দখলে রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশীরা যখন স্বাধীনতার আনন্দে উদ্বেল, তখন বিভিন্ন জায়গায়, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশী।
সোমবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন দুই বাংলার অভিনেত্রী, সমাজকর্মী এবং ব্যক্তিগত জীবনে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু কেন? ঠিক কী ঘটেছে মিথিলার সঙ্গে?
নিজের ফেসবুকের পাতায় এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মিথিলা। তিনি লেখেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিতিচ যুবক আমার গাড়ি দুবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে। তৃতীয়বার যখন এটা ঘটলো তখন আমি তাঁদের প্রশ্ন করি কেন তাঁরা এটা করছে? তাঁরা আমাকে আক্রমণাত্মক ভঙ্গীতে জবাব দেয়, ‘গাড়িতে আমি আওয়ামী লিগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা! তাঁরা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’ মিথিলা ফের লিখেছেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এর জন্য লড়াই করেনি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।’
মিথিলার এই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, ‘আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম’। তবে এই মুহূর্তে স্ত্রী মিথিলা ও মেয়ে আইরা বাংলাদেশে নিরাপদেই আছেন বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে শুধু স্ত্রী এবং মেয়েই নয়, পরিচালকের কথায়, তাঁর বহু বন্ধু বাংলাদেশে থাকেন, এমনকি সৃজিতের মুক্তি পেতে চলা ছবি 'পদাতিক'-এর নায়ক হলেন হলেন ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক তাই চান তাঁরা সকলেই যেন নিরাপদে থাকেন।
এদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেদেশে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'পদাতিক' -এর মুক্তি এখন ধোঁয়াশায়। এদেশে ১৫ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার পর বাংলাদেশে ১৬ অগস্ট মুক্তি পাওয়ার কথা 'পদাতিক'-এর। এদিকে ছবি মুক্তির জন্য চঞ্চল চৌধুরীরও কলকাতায় আসার কথা। চলতি পরিস্থিতিতে তিনি এদেশে আসতে পারেন কিনা তা সময়ই বলবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports