বাংলা নিউজ > বায়োস্কোপ > Koel Mallick: কেক থেকে বাড়ির বাগানে ক্রিসমাস ট্রি তৈরি, ছেলে কবীরের সঙ্গে বড়দিন জমল কোয়েলের
পরবর্তী খবর
Koel Mallick: কেক থেকে বাড়ির বাগানে ক্রিসমাস ট্রি তৈরি, ছেলে কবীরের সঙ্গে বড়দিন জমল কোয়েলের
1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2023, 11:34 AM ISTRanita Goswami
এদিন নিজের বাড়ির বাগানেও ছেলের সঙ্গে মিলে কোয়েলকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা গেল। সেখানেও ছিল আরও বেশকিছু শিশু। দূরে একটা চেয়ারে বসে থাকতে দেখা গেল কোয়েলের বাবা-মা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিককে। কখনও আবার কবীরকে বাড়ির জানালায় ক্রিসমাসের স্টিকার লাগাতে সাহায্য করলেন বাবা নিসপাল সিং রানে
কোয়েলের ক্রিসমাস
ক্রিসমাস মানেই কেক, আর ছুটির মজা, বেড়াতে যাওয়া কিংবা কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো। আর ছোটদের কাছে বড়দিনের মজাটা একটু বেশিই উপভোগ্য। এবার বড়দিনটাও বহু তারকাকে নিজের মতো করে সেলিব্রেট করতে দেখা গিয়েছে। বাদ গেলেন না কোয়েল মল্লিকও।
অভিনেত্রীর খোলস ছেড়ে বের হয়ে বড়দিনে কোয়েল শুধুই কবীরের মা। বড়দিনটা কোয়েলের কাটল ছোট্ট কবীরের সঙ্গেই। ২৫ ডিসেম্বর সকালে আরও অনেক শিশুর সঙ্গে ‘কিডস পার্টি’র আনন্দ, হুল্লোড়ে মেতে থাকতে দেখা গেল (প্রায়) ৪ বছরের কবীরকে। সকলের সঙ্গে হাত মিলিয়ে ক্রিসমাসের কেকও বানালো কবীর। এক্ষেত্রেও ছেলের সর্বক্ষণের সঙ্গী ছিলেন মা কোয়েল।
আবার এদিন নিজের বাড়ির বাগানেও ছেলের সঙ্গে মিলে কোয়েলকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা গেল। সেখানেও ছিল আরও বেশকিছু শিশু। কিছুটা দূরে চেয়ারে বসে থাকতে দেখা গেল কোয়েলের বাবা-মা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিককে। বোঝাই গেলে দাদু-দিদাও তার নাতির ক্রিসমাসের আনন্দে সামিল হয়েছেন। কখনও আবার কবীরকে বাড়ির জানালায় ক্রিসমাসের স্টিকার লাগাতে সাহায্য করলেন বাবা নিসপাল সিং রানে। ক্রিসমাস সেলিব্রেশনের এমনই কিছু টুকরো মুহূর্তের কোলাজ ভিডিয়ো আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোয়েল মল্লিক।