সোশ্যাল মিডিয়ায় চলতি মাসেই মা হওয়ার খবর ভাগ করে নেন অহনা দত্ত। যিনি বেশিরভাগ মানুষের কাছেই পরিচিত মিশকা নামে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। তবে মাতৃত্বের এই জার্নিতেও কমছে না কটাক্ষ। বিশেষ করে অহনার মা চাঁদনীর কিছু পোস্ট সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয়েছে। যেখানে সরাসরি না হলেও, অনেকেরই ধারণা মেয়েকে কটাক্ষ করছেন তিনি।
তবে অহনার দিক থেকে বরং অনেকখানি নীরাবতা। প্রকাশ্যে মা বা বাবাকে নিয়ে মুখ খোলেননি কখনোই। বরং, এখন তাঁর ফোকাস পুরোপুরি গর্ভস্থ সন্তানে। শাশুড়ি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ২০২৩ সালেই। সংসার বলতে স্বামী দীপঙ্কর, দুই পোষ্য সারমেয়, আর শ্বশুরমশাই।
আরও পড়ুন: ‘না আমি এই ধরনের কোনো…’, কাঞ্চনের থেক ৫৬ লাখ খোরপোশ নেওয়ার খবর অস্বীকার পিঙ্কির?
তবে এবার সোশ্যাল মিডিয়ায় মনসা ঠাকুরের একটি ছবি শেয়ার করলেন অহনা। সঙ্গে লিখলেন, ‘আমার বিশ্বাস তুমি সব বোঝো, আমার বিশ্বাস তুমি সব জানো, আমার বিশ্বাস তুমি সব দেখো, আমার বিশ্বাস তুমি সবাইকে ভালো রাখো, তুমি দেখো মা।’
আরও পড়ুন: গানের জগতে নাম করেছেন অরিজিতের বোনও, কেন দাদার সঙ্গে দেখা যায় না? জবাব অমৃতার
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। অগস্টেই অহনার কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। খুব ছোট বয়সেই অবশ্য মা হচ্ছেন। এখন বয়স মাত্র ২২। দীপঙ্করের প্রেমে যখন পড়েন তখন সবে ১৮ পেরিয়ে পা রেখেছেন ১৯-এ। অনুরাগের ছোঁয়ার সেটে রূপটান শিল্পীকে মন দিয়ে বসেন। তবে বয়সে অনেকটা বড়, ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্কই মেনে নিতে পারেন না মা চাঁদনী। ফলত ধীরে ধীরে বাড়তে শুরু করে দূরত্ব। আর এখন তো মুখ দেখাদেখিও বন্ধ।
আরও পড়ুন: বিয়ের আগে একদিনও যাননি ডেটে! তাহলে কি অমিতাভই সম্বন্ধ করে বিয়ে দেন মেয়ে শ্বেতার?
মার্চে সন্তান আসার সুখবর দেওয়ার আগে, ১ জানুয়ারি দিয়েছিলেন বিয়ের খবর। যদিও শুভকাজটা সেরে ফেলেছিলেন অনেক আগেই। ২০২৩ সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রি কাগজে সইসাবুদ করেই বিয়েটা হয়েছিল অহনা আর দীপঙ্করের। তবে এই কটাক্ষের কারণেই সেই সময় সামনে আনেননি সুখবরটা।
আপাতত অহনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ছেলে চান না মেয়ে প্রশ্নে অহনার জবাব, যা-ই হোক সুস্থ সন্তান আসুক। তবে সঙ্গে অবশ্য যোগ করেছেন, ছেলে হোক এমন ইচ্ছে তাঁর। আর দীপঙ্কর চায় একটা ফুটফুটে মেয়ে।