টুইটারে ট্রোলারদের পালটা ট্রোল করতে সিদ্ধহস্ত অভিষেক বচ্চন। তাঁকে নিয়ে হওয়া কটাক্ষে মুখের মতো জবাব দিতে কখনোই ছাড়েন না অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে। আর অভিষেকের সেই টুইটগুলিও নিমেষে ভাইরাল হয়। বেশ মজাও পায় নেটিজেনরা। শনিবার ফের সেরকমই মুডে ধরা দিলেন দশভি অভিনেতা। টুইটারে এক ব্যক্তি ঐশ্বর্য আর আরাধ্যাকে নিয়ে তাঁর সমালোচনা করার চেষ্টা করতেই একেবারে নিজ স্বভাবে ধরা দিলেন জুনিয়র বচ্চন।
পন্নিয়িন সেলভান ২ হিট করতেই তা নিয়ে একটি টুইট করেন অভিষেক। তাতে লেখেন, ‘পিএস ২ জাস্ট ফাটাফাটি! ভাষা হারিয়ে ফেলেছি। গোটা টিম দারুণ কাজ করেছে। আর বউকে নিয়ে বিশেষ গর্বিত। ওর এতদিনের সেরা কাজ @ঐশ্বর্য রাই।’ আর এই টুইটের জবাবে এক নেট-নাগরিক লেখেন, ‘তোমার তাই তো হওয়া উচিত। এবার ওকে আরও ছবি সাইন করতে দাও আর তুমি একটু আরাধ্যার খেয়াল রাখো।’ আরও পড়ুন: ‘আদালতের রায়…’, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথম মুখ খুললেন সলমন, কী দাবি?
জবাবে অভিষেক লিখলেন, ‘সাইন করতে দেব??? স্যার ওর আমার অনুমতির দরকার হয় না কোনও কাজ করতে, বিশেষ করে যা করতে ও ভালোবাসে।’ আরও পড়ুন: ‘শাকিবের সঙ্গে কথা বললেই থাপ্পড়’, অপুর মায়ের কেন অপছন্দ বাংলাদেশের সুপারস্টারকে
)