স্টার কিডরা কী করছেন তা নিয়ে বরাবরই একটা উৎসাহ থাকে অনুরাগীদের। তা সে নাইসা দেবগন হোক বা সুহানা খান। অভিনেতা আমির খানের মেয়ে ইরা তো গ্ল্যাম ওয়ার্ল্ড, বলিউডি পার্টিতে না থেকেও, বারবার আসেন খবরে। সেদিক থেকে দেখতে গেলে লাইমলাইট থেকে একটু দূরে আমির খানের বড় ছেলে জুনেদ খান। তিনি বহু বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। আর বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন ‘স্ট্রিক্টলি আনকনভেনশনাল’-এর।
‘স্ট্রিক্টলি আনকনভেনশনাল’-এ জুনেদ দুটি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি হল এক রূপান্তরকামী মহিলার। পরচুলা সহ-মেয়েদের পোশাক পরেই সামনে আসবেন তিনি। এটি মঞ্চস্থ হবে ১৫ নভেম্বর পৃথ্বী থিয়েটারে।
জুনেদ খানের থিয়েটারে যাত্রা শুরু হয়েছিল আগস্ট ২০১৭ সালে পরিচালক কোয়াসার ঠাকুর পদমসির বার্টল্ট ব্রেখটের 'মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন' অবলম্বনে একটি যুদ্ধের নাটকের উপর ভিত্তি করে। তবে থিয়াটারের পাশাপাশি আমির পুত্রকে খুব জলদিই দেখা যাবে সিনেমায়। বাবার পথে হেঁটেই বিনোদন জগতের নায়ক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
যশ রাজ ফিল্মসের 'মহারাজ'-এর মাধ্যমে ডেবিউ হবে জুনেদের। তাঁর আরও একটি সিনেমার খবর মিলছে। যেখানে তিনি হবেন রোম্যান্টিক হিরো। নিখাদ প্রেমের সিনেমা হবে সেটি। আর জুনেদের বিপরীতে থাকবেন দক্ষিণের সাই পল্লবী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরকে বলতে শোনা যায়, তাঁর ছেলে কোনও সুপারিশে নয়, কাজ পেয়েছে নিজের যোগ্যতায়। বারবার গিয়েছেন কাস্টিং ডিরেক্টরদের কাছে। অডিশনও দিয়েছেন। প্রত্যাখ্যানের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু ছাড়েননি হাল। সুযোগ না আসা অবধি চেষ্টা চালিয়ে গিয়েছেন। আরও পড়ুন: অন্য ব্যক্তির সঙ্গে নবনীতার প্রেমের গুঞ্জন, জনপ্রিয় অভিনেত্রীকে জড়িয়ে ছবি জিতুর
১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। ১৬ বছর পর ২০০২ সালে সেটা ভেঙে যায়। এই বিয়ে থেকে দুই সন্তানও হয় আমিরের-- জুনেদ ও ইরা। জুনেদের জন্ম ১৯৯৩ সালে, বর্তমানে বয়স ৩০। আর ইরা সবে ২৬।
জুনেদ যখন একদিকে সিনেমা, থিয়াটারের নতুন চরিত্র নিয়ে ব্যস্ত, তেমনই আমির কন্যা ইরা নিজের বিয়ে নিয়ে। মুম্বইতে হবে রেজিস্ট্রি। সামাজিক বিয়েটা হবে রাজস্থান মাসে, জানিয়ারুতে। সঙ্গে ইরা পছন্দ করেন না ক্যামেরার সামনে কাজ করতে বাবা কিংবা দাদার মতো। তাঁর শখ পরিচালনা। ইতিমধ্যেই হিন্দি একটা নাটক বানিয়ে একঝুড়ি প্রশংসা কুড়েয়েছেন চলচ্চিত্র বোদ্ধাদের থেকে।