কিরন রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অস্কারের জন্য মনোনীত হওয়ার পর থেকেই আনন্দে আটখানা হয়েছিলেন দর্শকরা। বহুদিন বাদে কোনও হিন্দি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে শেষ রক্ষা আর হল না। অবশেষে অস্কারের প্রতিযোগিতার থেকে ছিটকে চলে গেল লাপাতা লেডিস।
গত সেপ্টেম্বর মাসে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আগামী বছর একাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত লাপাতা লেডিস। খবরটি শোনার পর থেকে শুরু হয়ে গিয়েছিল হইচই। কিন্তু হঠাৎ করেই অস্কার থেকে ছিটকে যাওয়ায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েছেন সকলে।
আরও পড়ুন: আস্ত 'রেড ফ্ল্যাগ' রণবীর! স্বামীর নিন্দে শুনে কী ঘটালেন আলিয়া?
আরও পড়ুন: অভিনয় ছেড়ে কমেডিতে মন? কলকাতায় স্ট্যান্ড আপ কমেডি শো নিয়ে আসছেন অঙ্কুশ!
অস্কারের জন্য প্রথমে মনোনীত হলেও দুর্ভাগ্যবশত শীর্ষ ১৫টি সিনেমার মধ্যে জায়গা করতে পারেনি এই সিনেমাটি। অস্কার থেকে ছিটকে যাওয়ার ঘটনাটি ঘটার পর এক বিবৃতিতে আমির খান বলেন, ‘লাপাতা লেডিস এই বছর একাডেমি অ্যাওয়ার্ডের শর্ট লিস্টে জায়গা করতে পারেনি। আমরা অবশ্যই হতাশ কিন্তু আমরা আনন্দিত যে এতটা পথ আমরা এগোতে পেরেছিলাম।’
আমির খান বলেন, ‘আমাদের চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত করার জন্য একাডেমী সদস্য এবং এফএফআই জুরিদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সেরা ১৫টি চলচ্চিত্রকে পরবর্তী পর্যায়ের জন্য শুভকামনা জানাই। তবে এটা শেষ নয়, এখনও যাত্রা অনেকটাই বাকি রয়েছে। আগামী দিনে আরও দুর্দান্ত গল্প নিয়ে আসতে চলেছি আমরা। দুঃখ পেলেও মনোবল ভেঙ্গে যায়নি আমাদের।’
আরও পড়ুন: ‘আমি শকড হয়ে গিয়েছিলাম’, প্রেগনেন্সি নিয়ে কেন এমন কথা বললেন রাধিকা?
আরও পড়ুন: 'আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির খান এবং কিরণ রাও মার্কিন মুলুকে ‘লাপাতা লেডিস’ সিনেমাটির প্রচার শুরু করেছিলেন। ব্রিটিশ দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটির নাম বদলে রাখা হয়েছিল ‘লস্ট লেডিস’। অস্কারের জন্য মনোনীত হওয়ায় ভীষণ গর্ববোধ করেছিলেন কিরণ রাও, সংবাদমাধ্যমকে সে কথা জানিয়েছিলেন তিনি। তবে অস্কারে সাফল্য না পাওয়ায় রীতিমতো হতাশ হয়ে পড়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী।