কহো না প্যায়ার হ্যায়ের ২০ বছর পূর্তি :হৃত্বিকের প্রথম ছবির এই তথ্যগুলো জানেন? Updated: 14 Jan 2020, 08:19 PM IST HT Bangla Correspondent ঠিক ২০ বছর আগে ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল পেয়েছিল হৃত্বিক-আমিশা জুটির প্রথম ছবি কহো না প্যায়ার হ্যায়। বক্স অফিসে সাফল্যের নয়া কীর্তি গড়েছিল পরিচালক রাকেশ রোশনের এই ফিল্ম। তবে এই ছবি সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাকে অবাক করবে!