বিএসএফকে নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের অভিযোগকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। দু’দিনের বৈঠক–পর্ব সেরে শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে কোনও এক রাজনৈতিক দল বিএসএফের নামে এমন গুরুতর অভিযোগ আনছে। আমি আজ তাদের কাছে এ বিষয়ে শক্তপোক্ত প্রমাণ দাবি করেছি। যদিও তারা আমাদের কাছে কোনও দৃষ্টান্ত পেশ করতে পারেনি।’ সুনীল অরোরা আরও বলেন, ‘বিএসএফ দেশের অন্যতম সেরা বাহিনী। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ মানা যায় না।’বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সামনে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগটি করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফের যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ দলকে সহায়তা করার জন্য ভোটারদের ভয় দেখাচ্ছেন। তাঁরা বলছেন, তোমরা যদি ভোট না দাও, তাহলে তোমাদের নিরাপত্তায় রাখা যাবে না। আর আমরাই সীমান্তে থাকব। এটা ভয়ঙ্কর অভিযোগ। এই নিয়ে নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক।’এই অভিযোগের পাল্টা এদিন উত্তর দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পাশাপাশি, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন যে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে।’