পেটো নয়, বৃহস্পতিবার অষ্টম দফার ভোটগ্রহণের শুরুতে কলকাতায় মহাজাতি সদনের সামনে ফেটেছে চকোলেট বোমা। এমনই দাবি পুলিশের। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ভোটগ্রহণ শুরু ঠিক পরে মহাজাতি সদনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর ২টি বোমা বিস্ফোরণ হয়। এর পরই এলাকায় আতঙ্ক ছড়ায়। জোড়াসাঁকো কেন্দ্রের অন্তর্গত মহাজাতি সদন। বৃহস্পতিবার শেষ দফার ভোটগ্রহণে সেখানেও চলছে মতদান। সকাল ৭টা নাগাদ তখনও পুরোদমে শুরু হয়নি ভোটগ্রহণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি থেকে ২টি বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেল। তদন্ত শুরু করে কমিশন ও কলকাতা পুলিশের গোয়েন্দারা। প্রাথমিক তদন্তের পর মুখ্য নির্বাচন কমিশনের দফতরের তরফে জানানো হয়েছে, বোমা নয় নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়ে থাকতে পারে। একাজ যারা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তাদের ধরতে চলছে তল্লাশি।যদিও জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে। তাঁকে খুনের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। এলাকাবাসীকে আতঙ্কিত করতে একাজ করেছে তারা।