Vokkaliga Factor in Karnataka Election: 'ভোক্কালিগা' ডিকে শিবকুমারই কি কর্ণাটকে খেলা ঘোরালেন কংগ্রেসের জন্য?
1 মিনিটে পড়ুন Updated: 13 May 2023, 01:05 PM ISTকর্ণাটকের মোট জনসংখ্যার মধ্যে লিঙ্গায়েত সম্প্রদায় ১৭ শতাংশ। তারপরই রয়েছে ভোক্কালিগা। তারা ১১ শতাংশ। মূলত দক্ষিণ কর্ণাটকে মাইসোর অঞ্চলে ভোক্কালিগাদের বাস। ঐতিহাসিক ভাবে ১৯৯৯ সাল থেকে ভোক্কালিগারা জেডিএস-কেই ভোট দিয়ে আসছে। তবে ২০১৮ সালে দক্ষিণ কর্ণাটক বা মাইসোর অঞ্চলে বেশ ভালো ফল করেছিল বিজেপি।
রাহুল গান্ধীর সঙ্গে ডিকে শিবকুমার