২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এরাজ্যে প্রচুর জায়গা থেকে হিংসার অভিযোগ উঠেছিল। হিংসার জেরে বহু মানুষকে ভিনরাজ্যে আশ্রয় নিতে হয়েছিল। খুন হয়েছিলেন অনেকেই। একাধির ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই সব ঘটনার তদন্ত আজও চলছে। সেই সময় থেকেই বিরোধী বিজেপি এই ইস্যুটিকে হাতিয়ার করে শাসক দল তৃণমূলকে তোপ দেগে এসেছে। বিজেপি শাসিত রাজ্যগুলির ভোটের উদাহরণ তুলে ধরে বাংলায় 'তৃণমূলের হিংসার সংস্কৃতি'র নিন্দা করে গেরুয়া শিবির। তবে কতকটা পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও নির্বাচনের দিন দেখা গেল বিক্ষিপ্ত হিংসা। একাধিক ঘটনায় প্রায় ৩০ জনের মতো গ্রেফতারও হয় ভোটগ্রহণের দিন। এই আবহে ফল প্রকাশের পর যাতে নতুন করে রাজনৈতিক হিংসা না ছড়িয়ে পড়ে, এর জন্য তৎপর নির্বাচন কমিশন। আর তাই বিভিন্ন জায়গায় 'শান্তি সভা' আয়োজিত করতে চলেছে নির্বাচন কমিশন। (আরও পড়ুন: প্রেমই হল কাল, অসমে মহিলা খুনে ধৃত সেনার কর্নেল! সূত্র মিলল হাওড়ার প্ল্যাটফর্মে)