BJP-Tipra Motha Alliance Possibility: হাড্ডাহাড্ডি লড়াইতে কি প্রদ্যোতের হাত ধরবে বিজেপি? মিলল কোন ইঙ্গিত
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2023, 01:52 PM ISTটিলার রাজ্যে বিজেপি কখনও ম্যাজিক ফিগার পার করেছে, আবার কখনও পিছিয়ে পড়েছে। এবার বাম-কংগ্রেস জোট বিজেপিকে কড়া টক্কর দেওয়ার ধারের কাছে নেই। এই আবহে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তিপ্রা মোথা।

প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা এবং অমিক শাহ