
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজস্থানে এখনও বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা হলেন বসুন্ধরা রাজে। একাধিকবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে বিগত কয়েক বছরে বিভিন্ন সমেয় দলের অন্যান্য নেতাদের সঙ্গে ঠোকাঠুকি লেগেছে তাঁর। এই আবহে রাজ্য রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই দলের জাতীয় সহসভাপতির আলংকারিক পদ দেওয়া হয়েছিল তাঁকে। তবে কয়েক দিন পরই রাজস্থানে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই আবহে মাঠে নেমে পড়েছে বিজেপি। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়ে সেরাজ্যে জনসভা করেছেন। রাহুল গান্ধীও গিয়েছেন সেখানে। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবং রাজস্থানের ভোট ইতিহাস (বিগত কয়েকবারে টানা দু'বার কোনও দল ক্ষমতা ধরে রাখতে পারেনি এই রাজ্যে) বিজেপির মনে আশা জাগাচ্ছে। তবে শুধুমাত্র ব্র্যান্ড মোদী দিয়ে যে ভোট বৈতরণী পার করা যাবে না, তা চোখে আঙুল দিয়ে কর্ণাটক দেখিয়ে দিয়েছে। তাই চাই রাজ্যের 'মুখ'। আর তাই ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যেতে পারে বসুন্ধরা রাজেকে।
ইতিমধ্যেই রাজস্থানের বিধানসভা নির্বাচনের জন্য দু'টি কমিটির ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে একটি কমিটি নির্বাচনী ইস্তেহার তৈরি করার কাজ করবে। অপর কমিটি সার্বিক ভাবে নির্বাচনের ওপর নজরদারি চালাবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দলের নির্বাচনী ইস্তেহার কমিটির নেতৃত্বে থাকবেন। তিনি রাজস্থানের বিকানেরের বাসিন্দা। এছাড়া রাজ্যসভার প্রাক্তন সদস্য নারায়ণ লাল পঞ্চারিয়াকে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। রাজ্যের ইনচার্জ অরুণ সিং এবং রাজ্য বিজেপির সভাপতি সিপি জোশী জয়পুরে একটি সাংবাদিক সম্মেলন করে গতকাল এই কমিটিগুলির ঘোষণা করেন। তবে এই দুই কমিটিতে স্থান পাননি বসুন্ধরা রাজে। যা নিয়ে কানাঘুষো শুরু হয়। এই আবহে মুখ খোলেন রাজস্থানে দলের পর্যবেক্ষক প্রহ্লাদ যোশী।
বসুন্ধরা প্রসঙ্গে প্রহ্লাদ জানান, তিনি রাজ্যের অত্যন্ত সম্মানীয় এক নেত্রী। দলের প্রচার কমিটিতে তাঁকে রাখা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই সেই কমিটির ঘোষণা করা হবে বলেও জানান প্রহ্লাদ যোশী। এদিকে এরই মাঝে বৃহস্পতিবার বিজেপির কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন বসুন্ধরা রাজে। এদিকে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সেপ্টেম্বরে রাজ্য জুড়ে যাত্রা শুরু করবে গেরুয়া শিবির। এদিকে বসুন্ধরা রাজেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলেও তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে তুলে আনা হবে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই নির্বাচনেও মোদীর নামে লড়বেন তাঁরা। কর্ণাটকে এই ফর্মুলা কাজে দেয়নি। তবে রাজস্থানে সেই ফর্মুলাতেই ভরসা রাখার ইঙ্গিত দিয়েছে পদ্ম শিবির। এদিকে রাজস্থানে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে সেরাজ্যের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই দুই রাজ্যের ভোটের দিনক্ষণও এখনও ঘোষণা করা হয়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports