PM Modi at NDA meeting: INDIA বনাম NDA- আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ফুলফর্মের যুদ্ধ শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, ‘এন হচ্ছে নিউ ইন্ডিয়া, ডি হল ডেভেলপড নেশন, এ হচ্ছে অ্যাসপিরেশন অফ পিপল এবং রিজিয়ন।’
লোকসভা ভোটের আগে দিনভর ‘ফুলফর্ম’ নিয়ে লড়াই চলল। বিকেলে ‘ইন্ডিয়া’ নাম বেছে নিয়ে মাস্টারস্ট্রোক দেয় বিরোধী জোট। কয়েক ঘণ্টা পরেই এনডিএয়ের 'ফুলফর্ম' বের করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী নেতারা যখন নয়া জোটের পুরো নাম দেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স'। অর্থাৎ সংক্ষেপে সেই জোটের নাম দাঁড়াচ্ছে ‘ইন্ডিয়া’ (INDIA)। সেই নাম নিয়ে জাতীয়তাবাদের ভাবাবেগের উপর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের যে কার্যত একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, তা কমানোর চেষ্টা করেন বিরোধী নেতারা। যদিও থেমে থাকেননি মোদী। জোটসঙ্গী দলগুলির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এন হচ্ছে নিউ ইন্ডিয়া (নয়া ভারত), ডি হল ডেভেলপড নেশন (উন্নত দেশ), এ হচ্ছে অ্যাসপিরেশন অফ পিপল এবং রিজিয়ন (মানুষ এবং বিভিন্ন অঞ্চলের আকাঙ্খা)।’
মোদী যেদিন সেই কথা বলেন, সেদিনই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দু'দিনের বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকের দিনেই এনডিএয়ের জোটসঙ্গী বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন মোদী, বিজেপির সর্বভারতীয় জেপি নড্ডারা। বৈঠকের শেষে কোনও কৃতিত্ব তুলে ধরার ক্ষেত্রে পৃথকভাবে বিজেপির নাম উচ্চারণের পথে হাঁটেননি মোদী। বরং আগাগোড়া এনডিএ উল্লেখ করেন। তিনি বলেন, ‘(এনডিএয়ের) এই ২৫ বছরের যাত্রার সঙ্গে আরও একটি কাকতালীয় বিষয় জড়িয়ে আছে। আগামী ২৫ বছরে বড় লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই সময় দেশ বড় পদক্ষেপ করছে। সেই লক্ষ্যটা হল উন্নত ভারতের, আত্মনির্ভর ভারতের।’