
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাজ্যে যারা দুর্নীতি করেছে, যুবাদের কান্নার কারণ হয়েছে তাদের ছাড়বে না মোদী। শুক্রবার সিউড়িতে ভোট প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা ও বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সভা থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ৩০ শতাংশ লোক মসজিদ ভাঙলে ৭০ শতাংশ লোক চুপ করে বসে থাকবে না, বললেন তৃণমূল বিধায়ক
পড়তে থাকুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন রাজভবনের কর্মী
এদিন তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, ‘তৃণমূল শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে শিক্ষক নিয়োগেও দুর্নীতি করেছে। ২৫ হাজার শিক্ষককে আদালত বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারা গেল তো গেল, আপনার শিশুর ভবিষ্যতের ওপর এই দুর্নীতিবাজেরা তালা লাগিয়ে দিয়েছে। এদের কি ক্ষমা করা যায়’?
আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘তৃণমূল দুর্নীতির দোকান খুলে বসেছে। এখানে আদালতের নির্দেশে এজেন্সিগুলি তদন্ত করছে। তদন্ত শুরু হতেই তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেগুলো আসলে কার? সাধারণ মানুষের টাকা কেউ যদি লুঠ করে তাহলে কি তাকে আপনারা ক্ষমা করে দেবেন? শোনা যাচ্ছে, এক একটা চাকরি বিক্রি করতে ৫ – ৬ লক্ষ টাকা ঘুষ নিয়েছে। টাকা নিয়ে ওএমআর শিটও বদলে দিয়েছে। তৃণমূলের জমানায় বাংলার যুবাদের কাঁদতে কাঁদতে চোখের জল ফুরিয়ে গিয়েছে। এদের সাজা হওয়া উচিত কি না? এদের কে সাজা দিতে পারে? আপনারা সবাই আমাকে ভোট দিলে তবেই মোদী এদের সাজা দিতে পারবে। আমি আজ বাংলার যুবাদের গ্যারান্টি দিচ্ছি, যারা বাংলার যুবাদের কান্নার কারণ হয়েছে, তাদের মোদী শান্তিতে বসতে দেবে না। মোদী তাদের ছাড়বে না। এটা মোদীর গ্যারান্টি’।
আরও পড়ুন: সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ
তিনি বলেন, ‘রাজ্যে তৃণমূল গুন্ডারাজ চালাচ্ছে। সমস্ত ক্ষেত্রের দখল নিয়ে নিয়েছে তৃণমূল। তারই ফল সন্দেশখালির মতো ঘটনা। তৃণমূল একটা গুন্ডাদের দলের মতো করে কাজ করে। এবার এদের শাস্তি দেওয়ার সময় এসেছে।’ এদিনের সভা থেকে বাম কংগ্রেস জোটকেও আক্রমণ করেন মোদী।
৳7,777 IPL 2025 Sports Bonus