সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপের নামে মহিলাদের ফোন নম্বরসহ অন্যান্য তথ্য হাতাচ্ছে তৃণমূল। তার পর সেই তথ্য তুলে দেওয়া হচ্ছে IPACএর হাতে। এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর আশঙ্কা, এই ফোন নম্বর ব্যবহার করে আগামীতে তৃণমূল নেতারা যে মহিলাদের কুপ্রস্তাব দেবেন না তার নিশ্চয়তা কী?
আরও পড়ুন - যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে ফেরত দেব, গ্যারান্টি দিলেন মোদী
পড়তে থাকুন - ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী
বুধবার এক সুকান্তবাবু বলেন, ‘দুয়ারে সরকারের ক্যাম্পে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপের নামে মহিলাদের ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তৃণমূল। তার পর সেই তথ্য তুলে দিচ্ছে IPACএর হাতে। সেই ফোন নম্বর ও তথ্য ব্যবহার করে ভোটারদের জনমত প্রভাবিত করার চেষ্টা করছে IPAC.’
সুকান্তবাবুর আশঙ্কা, ‘আগামী দিনে মহিলাদের ফোন নম্বর ব্যবহার করে তৃণমূল নেতারা সন্দেশখালির মতো ঘটনা ঘটাবে না তার নিশ্চয়তা কী? আমার মনে হয় আগামী দিনে এই ঘটনা ঘটতেই পারে।’
আরও পড়ুন - ভোট জিহাদ এগিয়ে নিয়ে যেতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী