মহুয়া মৈত্র। নানা কারণে নানা ইস্যুতে তিনি বার বার বিতর্কে জড়িয়েছেন। এর আগে তিনি বলেছিলেন দু পয়সার সাংবাদিক। এনিয়ে রাজ্য জুড়ে তোলপাড় কিছু কম হয়নি। তবে এবার সেই মহুয়া নির্বাচনী প্রচারে বলেন লাওয়ারিশ বাচ্চা। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহুয়া মাইকে বলছেন এই লাওয়ারিশ বাচ্চাগুলিকে সরাও, বার বার বলছি। ভিড় নিয়ন্ত্রণের সময় তাঁকে বলতে শোনা যায়, এই লাওয়ারিশ বাচ্চাগুলি কেন এখানে আছে। বাইরে রাখো। মহুয়াকে একথা বলতে শোনা যায়।
আসলে নদিয়ার কালীগঞ্জে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে তিনি প্রচারসভা এসেছিলেন। তবে অভিষেক আসার আগে মঞ্চ থেকে ভিড় নিয়ন্ত্রণ করছিলেন মহুয়া। সেই সময় তাঁকে বলতে শোনা যায় এই লাওয়ারিশ বাচ্চাগুলি কয়েকটা এখানে আছে। সরাও! বাইরে রাখো।
অভিষেক আসার আগেই মহুয়া এভাবে সভাস্থলে আশে পাশে থাকা বাচ্চাগুলিকে সরানোর জন্য তিনি লাওয়ারিশ শব্দ ব্যবহার করেন। কিন্তু বাচ্চাদের আগে লাওয়ারিশ শব্দ বসানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। এনিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, আমি অবাক হইনি। যিনি দেশের খবর বিক্রি করে বিদেশ থেকে পয়সা উপায় করেন এরকম দেশদ্রোহী যিনি হবেন তিনি দেশের বাচ্চাদের লাওয়ারিশ বলে উল্লেখ করবেন এটাই স্বাভাবিক। যে যেরকম তার মুখ দিয়ে সেরকম ভাষা বের হচ্ছে।