কংগ্রেস লোকসভায় তার অবস্থান শক্তিশালী করতে এনডিএ জোটের বাইরের নেতাদের কাছে পৌঁছছে। প্রচেষ্টার মধ্যে রয়েছে টিডিপি, জেডি (ইউ), বিজেডি এবং এলজেপির সাথে আলোচনা।
দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কংগ্রেস কর্মীদের উল্লাস। (Photo by Arun SANKAR / AFP)
NEW DELHI :
সুনেত্রা চৌধুরী
সরকার তৈরির ম্যাজিক ফিগারকে ঠিকঠাক রাখতে একেবারে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়ল কংগ্রেস।
লোকসভায় কংগ্রেস ১০০-র কাছাকাছি আসন পেয়ে যাওয়ায় এবং ভারত জোট সরকার ও বিরোধীদের মধ্যে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র ৫০টি আসনের। এরপরই ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) গ্রুপের বাইরের এবং এমনকী ওই জোটের ভেতরের নেতৃত্বকেও প্রস্তাব দিতে শুরু করেছেন বলে খবর। একনাথ শিন্ডে থেকে চন্দ্রবাবু নাইডু, নেতাদের কাছে প্রচার চলছে পর্দার আড়ালে। এমনটাই খবর।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি), নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) এবং নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি) ছাড়াও লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বা এলজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলেন।
বিহারের মুখ্যমন্ত্রীর দল ১৫টি আসনে এগিয়ে থাকায় সমস্ত ভোট পর্যবেক্ষকদের অবাক করে দিয়েছে, কুড়মি ভোটের পাশাপাশি সর্বাধিক আসন এবং অত্যন্ত অনগ্রসর জাতি (ইবিসি) তাদের ভোটার বেসও ধরে রেখেছে। নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও, জেডি (ইউ) তাদের মিত্র বিজেপিকে ছাড়িয়ে গেছে, যারা পূর্বাঞ্চলীয় রাজ্যে মাত্র ১৩ টি আসন পেয়েছিল।