বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফল নিয়ে বিশেষ দাবি করলেন বিজেডি নেতা ভিকে পান্ডিয়া। শনিবার তিনি দাবি করেন, ওড়িশার শাসকদল ১৪৭টি বিধানসভা আসনের মধ্য়ে ১১৫টিতে জয়ী হবে। সেই সঙ্গেই লোকসভা ভোট নিয়ে তিনি জানিয়েছেন, ওড়িশায় ২১টি আসনের মধ্য়ে ১৫টি আসন পাবে বিজেডি।
ভোটের শেষ দফার দিনেই ভোট নিয়ে এই বিশেষ দাবি করেন তিনি। এক্স হ্যান্ডেলে পান্ডিয়া লিখেছেন, বিজেডি তৃতীয় দফার ভোটের শেষে ৮৫টি আসন জিতে গিয়েছে। আর চতুর্থ দফার ভোটের শেষে বিজেডি ১১৫টিরও বেশি আসন পাবেন বিজেডি। আর লোকসভার ক্ষেত্রে ২১টি আসনের মধ্য়ে ১৫টিতে জিতবে বিজেডি।
তিনি জানিয়ে দিয়েছেন দল তিন চতুর্থাংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ফের সরকার তৈরি করবে। একটা সময় আমলা ছিলেন তিনি। আর বর্তমানে তিনিই বিজেডির নেতা।
এদিকে ২০১৯ সালের ভোটের দিকে তাকালে দেখা যাবে বিধানসভার ক্ষেত্রে বিজেডি পেয়েছিল ১১৩টি আসন। আর লোকসভা ওড়িশা থেকে বিজেডির ঝুলিতে গিয়েছিল ১২টি আসন।
বিজেডির মুখপাত্র সস্মিত পাত্র জানিয়েছেন, আমাদের আশীর্বাদ করার জন্য আমরা ওড়িশার মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা শক্তিশালী সরকার উপহার হিসালে দেওয়ার উদ্য়োগ নেব।
এর আগে বিজেপি দাবি করেছিল তারা ওড়িশা থেকে ৭৫টি আসন জিতবে। তারাই সরকার তৈরি করবে বলে দাবি করেছিল বিজেপি। এমনকী ওড়িশা থেকে ১৬টি আসনে বিজেপি জয়ী হবে বলে দাবি করেছিল তারা।
এদিকে এবার ওড়িশায় মিটিং করতে এসে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এবার ১০ জুন যখন শপথগ্রহণ অনুষ্ঠান হবে তখন বিজেপি সরকারের সেই অনুষ্ঠানে সাধারণ মানুষকে আমন্ত্রণ করেছিলেন তিনি। তবে বিজেডির দাবি, নবীন পট্টনায়কই এবার মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।