আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তাই কোমর বেঁধে প্রচারে সমস্ত রাজনৈতিক দল। সোনাপুরের দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও দলের প্রার্থীর হয়ে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন। তাঁর স্বামী সৌম্য রায় সাউথ-ওয়েস্ট ডিভিশনের ডিসি। এবার নির্বাচনের মুখে তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তাঁকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত একুশের বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন লাভলি। সেইসময় সৌম্য রায়কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর সামনে লোকসভা নির্বাচন হওয়ায় ফের তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুন: স্ত্রী তৃণমূল প্রার্থী, হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না পুলিশ কর্তা সৌম্য রায়
জানা গিয়েছে, মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে সৌম্য রায়কে বদলি করতে হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে যুক্ত নেই এমন কোনও পদে তাঁকে বদলি করতে বলেছে কমিশন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সৌম্যর বদলির ফলে যে পদ খালি হবে সেই পদ অবিলম্বে পূরণ করতে হবে। এর জন্য তিনজন আধিকারিকের নাম রাজ্যকে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। আগামিকাল দুপুর ৩টে পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে কমিশন।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দেশজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এই সময় নির্বাচন কমিশনার হাতে বিশেষ ক্ষমতা থাকে। সেই ক্ষমতাবলেই নির্বাচন কমিশন অফিসার বা পুলিশকর্তাদের বদলি করতে পারে। নির্ঘণ্ট জারি হওয়ার পরেই রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে বদলি করেছে কমিশন। এর আগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তারপরে একাধিক জেলা শাসকদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।