লোকসভা ভোটের ময়দানে প্রথমবার নেমে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়েছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। পাঁচ বারের সাংসদকে হারানোর পরে ‘জায়ান্ট কিলার’ তকমা পেয়েছেন এই তৃণমূল সাংসদ। ইউসুফ প্রায় ৮৫ হাজার ভোটে জয়ী হয়েছেন। তবে এই ব্যবধান দেড় থেকে ২ লাখ হতে পারত বলে মন্তব্য করে দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দলের জেলা সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্বের বিরুদ্ধে ইউসুফের হয়ে ভোট প্রচারে চরম অসহযোগিতার অভিযোগ তুললেন তিনি।
আরও পড়ুন: হিন্দু ভোট ধরে রাখতে ব্যর্থ অপূর্ব! ইউসুফের জয়ের মার্জিন নিয়ে চিন্তায় TMC বিধায়ক
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক বলেন, ‘রেজিনগর বিধানসভায় সবচেয়ে বেশি লিড পেয়েছেন ইউসুফ পাঠান। যার সংখ্যা হল ৫০ হাজার।’ তবে সেক্ষেত্রে এই বিধানসভা এলাকার বিধায়কের কোনও ভূমিকা নেই বলেই হুমায়ূন দাবি করেছেন। তিনি বলেন, ‘এখানকার বিধায়কের কোনও ক্যালি নেই। তাঁকে দেখে মানুষ ভোট দেয়নি। আমি আগে এখানকার বিধায়ক ছিলাম। এখানে জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলাম। দীর্ঘদিন ধরে এখানে পার্টি করেছি। তাই আমাকে দেখে এখানকার লোকে ভোট দিয়েছে।’
শুধু তাই নয় দলের জেলা সভাপতি থেকে শুরু করে আরও অনেক নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ূন। তিনি বলেন, ‘দলের ভিতরে অনেকেই আছেন যারা চায়না আমি সম্মানিত জায়গায় থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ পাই।’ তাঁর অভিযোগ, জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতারা যারা ভোট পরিচালনা করেছেন তারা ভোট প্রচারে ঠিকমতো সময় দেননি। এমনকী কর্মীদের চা খাওয়ার টাকা পর্যন্ত দেননি। বিধায়কের দাবি, তিনি যতটা পেরেছেন ভোট প্রচার করেছেন ইউসুফ পাঠানের হয়ে।