খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ের জনসভায় যোগ দিতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রবিবার দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাজু বিস্তার হয়ে নির্বাচনী প্রচারের সভায় যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে আকাশ মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে হেলিকপ্টারে করে সভাস্থলে অবতরণ করতে পারেননি অমিত শাহ। প্রায় ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেও দুর্যোগ না কাটায় তিনি সভা না করে বাধ্য হয়ে ফিরে যান। যদিও তিনি পৌঁছাতে না পারলেও ফোনে অডিয়োবার্তা পৌঁছে দেন। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা তাঁর সেই অডিয়ো বার্তা শোনান।
আরও পড়ুন: বাংলা থেকে কত আসন? মমতার সঙ্গে কি কোনও সেটিং আছে? চমকে দেওয়া জবাব দিলেন শাহ
এবারও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী হয়েছেন রাজু বিস্তা। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা আসনে ভোট। এই ভোট প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে দার্জিলিংয়ের লেবংয়ে সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ দার্জিলিংয়ের লেবংয়ের গোর্খা মাঠে রাজুর নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হওয়ার কথা ছিল অমিত শাহের। বাগডোগরা থেকে বায়ুসেনা হেলিকপ্টারে তাঁর লেবংয়ে নামার কথা ছিল। ফলে স্বাভাবিকভাবে তাঁকে ঘিরে সকাল থেকেই মাঠে ভিড় জমতে শুরু করে।
এই সভা ঘিরে সকাল থেকেই পাহাড় সহ সমতলের বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। কিন্তু, মেঘলা আবহাওয়া কুয়াশা থাকার কারণে শাহের হেলিকপ্টার দার্জিলিংয়ের লেবং হেলিপ্যাডে নামতে পারেনি। দুবার নামার চেষ্টার পর অবশেষে অমিত শাহ হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আজ দার্জিলিংয়ে সভার লক্ষ্যে শনিবারই অমিত শাহ শিলিগুড়িতে এসে পৌঁছান। রাত্রিবাস করেন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে।