BJP in Meghalaya Assembly Election: কাজে দিল না মোদী ম্যাজিকও, গোমাংস খাওয়া বিজেপি প্রধানেরও হার মেঘালয়ে
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2023, 07:18 PM ISTসার্বিক ভাবে মেঘালয়ে মাত্র ২টি আসন জেতে বিজেপি। সেখানে তৃণমূল জেতে পাঁচটি আসনে। সেই অর্থে তৃণমূলের কাছে 'হারতে' হয়েছে বিজেপিকে। এদিকে মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনও দল।
গোমাংস খাওয়া বিজেপি প্রধানেরও হার মেঘালয়ে