ভোটপর্ব শুরুর আগেই ভোটারদের সতর্ক করে যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘বিরোধীরা সরকার গঠন করলে উত্তরপ্রদেশ বাংলা, কাশ্মীর বা কেরলের মতো হয়ে যাবে।’ আর ভোররাতে যোগীর এই আক্রমণের পাল্টা আক্রমণ শানালেন বাংলার রাজনীতিকরা। বাম-তৃণমূল একযোগী যোগীকে তোপ দাগেন এই মন্তব্যের জন্য।
যোগীর মন্তব্যের পাল্টা তোপ দেগে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘যোগী হারার ভয়ে এই ধরনের মন্তব্য করছেন।’ এদিকে কংগ্রেসের রাজ্য সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘যোগীর মন্তব্যে প্রমাণিত যে উত্তরপ্রদেশ অধমপ্রদেশ হয়ে গিয়েছে।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বলেন, ‘বঙ্গবাসীর মধ্যে বিভাজন তৈরির সৃষ্টি করছেন যোগী। বিজেপির নীতি এতে স্পষ্ট।’
এর আগে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে যোগী এক ভিডিয়ো বার্তায় বলেছিলেন, ‘আমার মনে মন কিছু কথা আছে যা আমি আপনাদেরকে বলতেই হবে। এই পাঁচ বছরে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সাবধান! যদি এই বিষয়গুলি আপনি ভুলে যান, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বেকার হয়ে যাবে। কাশ্মীর, কেরল, বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না উত্তরপ্রদেশের। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত পাঁচ বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও প্রতিশ্রুতি দিয়ে সবকিছু করেছে। আপনি সব কিছু দেখেছেন এবং বিস্তারিত শুনেছেন। আপনার ভোট আমার পাঁচ বছরের প্রচেষ্টার জন্য একটি আশীর্বাদ। আপনার ভোট আপনার ভয়মুক্ত জীবনের গ্যারান্টি হবে।’