Panchayat Violence in Basanti: জারি স্বজনহারাদের কান্নার রোল, ভোররাতে মৃত্যু পঞ্চায়েত হিংসায় জখম তৃণমূল কর্মীর
1 মিনিটে পড়ুন Updated: 09 Jul 2023, 09:16 AM ISTTMC Worker Dead in Panchayat Violence: নির্বাচনী হিংসায় জখম এক তৃণমূল কর্মীর মৃত্যু হল আজ ভোরে। নিহতের নাম মৃতের নাম আজাহার লস্কর। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরএসপি-র বিরুদ্ধে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুরে রাজনৈতিক হিংসায় জখম হয়েছিলেন আজহার।
মৃতদেহের প্রতীকী ছবি।