বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Bengal Panchayat Election 2023: পালটা চাপ? বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি নির্বাচন কমিশনের
পরবর্তী খবর
Bengal Panchayat Election 2023: পালটা চাপ? বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি নির্বাচন কমিশনের
1 মিনিটে পড়ুন Updated: 23 Jun 2023, 09:44 PM ISTChiranjib Paul
সব বিভাগ মিলিয়ে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে ছিল কমিশন। বাকি পরে পাঠানোর কথা। কিন্তু নির্বাচন কমিশন চিঠি দিয়ে ফের বাহিনী পাঠানোর জন্য দাবি করেছে। অবিলম্বে বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা বলেছে চিঠিতে।
রাজীব সিনহা, রাজ্য নির্বাচন কমিশনার
পাল্টা চাপের খেলা? অবিলম্বে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। আদালতের নির্দেশ মেনে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। এর মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে সম্মত হয়েছে মন্ত্রক। এবার বাকি বাহিনী অবিলম্বে পাঠানোর দাবি করে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে কেন্দ্র জানায়, যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে তার মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। এর মধ্যে রয়েছে ৫০ কোম্পানি সিআরপিএফ। ৬০ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি, ২০ কোম্পানি আরপিএ এবং ১৫ কোম্পানি সিআইএসএফ। এছাড়া ১২টি রাজ্য থেকে বিশেষ সশস্ত্র বাহিনী বাবদ ১১৫ কোম্পানি আসছে। প্রথম পর্যায়ে এই ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা বিজ্ঞপ্তি জারি করে জানায় কেন্দ্র।
তবে নির্বাচন কমিশন চাইছে এই ভাবে ধাপে ধাপে নয়, পুরো ৮০০ কোম্পানি বাহিনী পাঠাক স্বরাষ্ট্রমন্ত্রক। তাই বৃহস্পতিবার চিঠি দিয়ে বাকি বাহিনী চেয়েছে কমিশন।
তবে এই বাহিনী পাঠানোর দাবিকে পাল্টা চাপের খেলা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্র বলছে, এই মুহূর্তে মণিপুরকে শান্ত করতে প্রচুর কেন্দ্রীয় বাহিনী রাখতে হয়েছে। তাই একবারে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো বেশ চাপের। সেটা আন্দাজ করেই পাল্টা চাপ দিতে শুরু করল কমিশন।
কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশের মধ্যে সমন্বয় সাধন করবেন আইজি বিএসএফ কলকাতা। শুক্রবার তাঁর নেতৃত্বে একটি বৈঠক হয় কলকাতায়। ইতিমধ্যেই আগে থেকে আসা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্পর্শকাতর এলাকাগুলোতে রুট মার্চ শুরু করেছে।
Panchayat Election: শুভেন্দু অধিকারীর দাবি
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটলে কেন্দ্রীয় বিহীনকে সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাবে। বাহিনীর ২২ কোম্পানি কমান্ড অফিসারের ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিডিও, এসডিও অফিসে। কেউ যদি ভোট দিতে এসে বাধা পান তবে সেই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। এর ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই লোকেশনে পৌঁছে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই ফোন নম্বর দেওয়া হবে।