Guv CV Anand Bose: প্লেনের টিকিট বাতিল করে ট্রেনে কলকাতায় ফিরলেন রাজ্যপাল, পথে বাসন্তীর নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ফোন
1 মিনিটে পড়ুন Updated: 03 Jul 2023, 07:49 AM ISTGuv calls dead TMC Worker's Family: ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার পথে বাসন্তীর নিহত তৃণমূল কর্মীর পরিবারকে ফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, শনিবার রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে খুন করা হয়েছিল জিয়ারুল মোল্লা নামে সেই তৃণমূল কর্মীকে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস