Bengal Panchayat Election Latest News: কোথাও কান্না, কোথাও আতঙ্কে দৌড়, পঞ্চায়েতের ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেবে কমিশন
1 মিনিটে পড়ুন Updated: 09 Jul 2023, 08:48 AM ISTPanchayat Election Update: এর আগে গতকাল ভোট চলাকালীন রাজীব সিনহাকে বলতে শোনা গিয়েছিল, 'পঞ্চায়েত ভোটে বুথে হিংসার করণে যে সব ভোটকর্মীরা বুথ ছেড়ে ফিরে এসেছেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে'। রাজ্য নির্বাচন কমিশনারের কথায়, হিংসার মুখে বুথ ছেড়ে চলে যাওয়া ভোটকর্মীরা ‘বেআইনি কাজ’ করেছেন।
গতকাল দিনভর জায়গায় জায়গায় ভোট লুঠ দেখল বাংলা