পুরভোটে প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষের জেরে কার্যত ধর্মঘটের চেহারা নিল উত্তর ২৪ পরগনার কামারহাটি। প্রার্থী বদলের দাবিতে রবিবার এলাকায় সমস্ত যানবাহন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে INTTUC. যার নেতা আবার স্থানীয় বিধায়ক মদন মিত্র। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের একনিষ্ঠ কর্মীদের টিকিট না দিয়ে টিকিট দেওয়া হয়েছে সুবিধাবাদীদের।শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকে গোটা রাজ্যের মতো বিক্ষোভ ছড়িয়েছে কামারহাটিতেও। স্থানীয় INTTUC নেতৃত্বের দাবি, পুরসভার ১ – ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল করতে হবে। প্রার্থী করতে হবে পুরনো কর্মীদের। এই দাবিতে রবিবার কামারহাটি পুর এলাকায় বাস, ট্যাক্সি, রিস্কা, অটো ও টোটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে INTTUC. এমনকী দরকারে কামারহাটি জুট মিলের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। বিক্ষোভকারীদের দাবি, যারা বিজেপি, সিপিএমের সঙ্গে লড়ে এলাকায় দলকে দাঁড় করাল তারাই বঞ্চিত। উলটো দিকে সুবিধাবাদীদের টিকিট দিয়েছে দল। তাই এই প্রার্থীতালিকা মানবেন না তাঁরা। তাঁদের অসন্তোষের কথা নেতৃত্বের কানে পৌঁছতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।