তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে। উত্তর থেকে দক্ষিণে প্রকট হচ্ছে তৃণমূলের অন্দরের অসন্তোষ। দলের অনেক বড় নেতা প্রার্থী তালিকা নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছন। বাদ গেল না আলিপুরদুয়ারও। প্রার্থী তালিকায় স্থান না পেয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন আলিপুরদুয়ার পুরসভার হেভিওয়েট তৃণমূল নেতা তথা এলাকার টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়। শুক্রবার রাতেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর তাঁর বাড়ির সামনে ক্ষুব্ধ অনুগামীরা জমায়েত করেন। যদিও কোনওভাবে অনুগামীদের বুঝিয়ে তিনি বাড়ি পাঠান। তবে দলের এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন তিনি। তা নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তাঁর কড়া হুঁশিয়ারি, ‘দল যদি এভাবে সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমিও সিদ্ধান্ত নেব।' তাঁর অভিযোগ, ‘দল কথা রাখেনি। যারা আমাকে অপদস্ত করার কথা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে।' প্রসঙ্গত, দীপ্তকে আলিপুরদুয়ারের একজন অভিজ্ঞ নেতা হিসেবে ধরা হয়। দুবার তিনি কংগ্রেস থেকে জয়ী হয়েছেন। এছাড়া ২০১৩ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি জয়ী হয়েছিলেন।দল সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দু'দিনের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালে তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতলেও তাঁকে চেয়ারম্যান করা হয়নি। পরে অবশ্য দলের পক্ষ থকে তাঁকে সভাপতির পদ দেওয়া হয়েছিল। স্বভাবতই তাতে সন্তুষ্ট ছিলেন না তিনি। এ প্রসঙ্গে তাঁর অভিযোগ, ‘তৃণমূলের চেয়ারম্যান পদ দেওয়ার চুক্তিতে আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম। কিন্তু, দল কথা রাখেনি।' এই অবস্থায় তিনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।