বিশ্বকাপের মাঝেই দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হল খোদ বিসিসিআইয়ের নামে। বাদ গেল না সিএবির নামও। অভিযোগের তির রয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম বুক মাই শো-এর দিকেও।
আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ। সেই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে শুরু থেকেই। ইতিমধ্যেই ইডেনের বিশ্বকাপ ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারিতে যুক্ত থাকার অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে। এবার অভিযোগের আঙুল সরাসরি সিএবি কর্তাদের দিকে।
কালোবাজারির উদ্দেশ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট সাধারণ ক্রিকেটপ্রেমীদের নাগাল থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ বিসিসিআই, সিএবি ও বুক মাই শো-এর একদল আধিকারিকের বিরুদ্ধে। ময়দান থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন এক ক্রিকেট অনুরাগী। যার প্রেক্ষিতেই এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ।
অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে কলকাতা পুলিশ। তারা বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ইতিমধ্যেই। সিএবি ও বুক মাই শো-এর কর্মকর্তাদের ডাকা হয়েছে ময়দান থানায়। তদন্তে সহযোগিতার জন্য বৃহস্পতিবারই ময়দান থানায় হাজির হতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
আরও পড়ুন:- NZ vs SA: কুইন্টন-দাসেনের জোড়া ফলায় বিদ্ধ নিউজিল্যান্ড, কিউয়িদের উড়িয়ে কার্যত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
থানায় অভিযোগ করা হয় এই মর্মে যে, সাধারণের ক্রিকেটপ্রেমীদের জন্য নির্ধারিত টিকিটের বড় অংশ আগে থেকেই সরিয়ে রাখা হয়েছে, যাতে সেগুলি মোটা টাকায় কালোবাজারি করা যায়। কিছু কর্মকর্তা ব্যক্তিগত মুনাফার জন্যই এমন অসদুপায়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করছেন বল অভিযোগ।
আরও পড়ুন:- SA vs NZ: ৭ ম্যাচে ৪টি সেঞ্চুরি কুইন্টন ডি'ককের, নিরাপদ নয় রোহিত শর্মার সর্বকালীন বিশ্বকাপ রেকর্ড
উল্লেখ্য, এর আগে কলকাতা পুলিশ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে ২০টি টিকিট বাজেয়াপ্ত করে পুলিশ। ব্ল্যাকে ২৫০০ থেকে ১১০০০ টাকা পর্যন্ত টিকিটের দর উঠছিল বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
কলকাতায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরেও দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়াম ছিল ভিড়ে ঠাসা। তবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার ময়দানে। এমন পরিস্থিতিতে সিএবি-র বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো ঘটনা।