৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। সেই দিনই আবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তাই ইডেনের ৬৭ হাজার দর্শক যাতে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন করতে পারেন, মাঠে, সেই ব্যবস্থা করা হয়েছিল। ঠিক ছিল দর্শকদের দেওয়া হবে মুখোশ। বিরাট ক্লাব হাউসের সামনের লনে কেক কাটবেন। এটাই ছিল পরিকল্পনা। তবে সব পরিকল্পনায় একেবারে জল ঢেলে দিয়েছে বিসিসিআই!
বিরাট কোহলির জন্মদিন পালন করার যাবতীয় পরিকল্পনায় এখন ‘ঘেঁটে ঘ’। বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের ম্যাচের মধ্যে বিরাট কোহলির জন্মদিন পালন করা কোনও ভাবেই যাবে না।
তবে সিএবি চাইলে, শুধু কেক এবং বিশেষ স্মারক তারা বিরাট কোহলিকে দিতে পারবে। এর জন্য অবশ্য আলাদা করে কেক কাটিং সেরিমনি বা কোনও অনুষ্ঠান করা যাবে না। কেক এবং স্মারক ভারতীয় দলের ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে পারে সিএবি।
আরও পড়ুন: আমার পেশাদারিত্বের অভাব ছিল- নিজের সম্পর্কে কোহলির সাফ স্বীকারোক্তি
কিং কোহলির ৩৫তম জন্মদিনকে বিশেষ করে তুলতে সিএবি কর্তারা বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন, ইডেনের প্রায় সত্তর হাজার গ্যালারির জন্য রাখা হবে ‘কোহলি-মুখোশ’। অর্থাৎ সব দর্শকই কোহলির মুখোশ পরে থাকবেন। আর বিরাটের জন্য স্পেশাল বার্থডে কেকেরও ব্যবস্থা রাখা হয়েছিল। সেই কেক কাটার মুহূর্তে গোটা গ্যালারি ‘বিরাট-মুখোশ’ পরে জন্মদিনে শামিল হবে, সেটাই ছিল সিএবির পরিকল্পনা। কিন্তু বোর্ডের তরফে এ ব্যাপারে অনুমতি মেলেনি। তবে আতশবাজির ব্যবস্থা রাখা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ছদ্মবেশী সূর্যকুমারকে কড়া কথা শোনালেন ভক্ত, তারকা ক্রিকেটারের প্রতিক্রিয়া ভাইরাল
মুখোশ ব্র্যান্ডিং এর সঙ্গে স্বার্থের সংঘাত হচ্ছে, সেই কারণে বাতিল। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ বিসিসিআই। আর বিশ্বকাপের মাঝে কোনও এক ব্যক্তির জন্মদিন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার পক্ষে নয় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। সবার প্রথমে পরিকল্পনা ছিল, প্রতিটি দর্শকের হাতে দেওয়া হবে কেক। তবে সেই পরিকল্পনা বাতিল করে পুলিশ। কারণ, হাতের কেক কোনও দর্শক মাঠে ছুড়ে দিলে আর এক বিপত্তি ঘটবে!
এদিকে ইডেনে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার। বিশ্বকাপের আসরে রোহিত শর্মারা পর পর ছ’টি ম্যাচ জেতায় সমর্থকদের প্রত্যাশা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আর তাই কলকাতার ক্রিকেটপ্রেমীরা চাইছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচটি মাঠে বসে দেখতে। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে ব্ল্যাকারারা। ২৫০০ টাকার টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ১১ হাজার টাকা করে। ম্যাচের সময় যত এগিয়ে আসছে, টিকিট চাহিদা এবং কালোবাজারি দু’টোই যে পাল্লা দিয়ে বাড়ছে।