শুভব্রত মুখার্জি- ২০২৩ ওডিআই বিশ্বকাপে যেন একেবারে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় দল। পরপর আটটি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। যার মধ্যে প্রথম পাঁচটি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। আর পরবর্তী তিন ম্যাচে জয় এসেছে রান ডিফেন্ড করে। রান তাড়া করা হোক বা রান ডিফেন্ড করা সবক্ষেত্রেই মুন্সিয়ানা দেখিয়েছে ভারতীয় দল। একের পর এক প্রতিপক্ষকে তাঁরা গুড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছে। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সেও তার অন্যথা হল না। চলতি বিশ্বকাপে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা প্রোটিয়া দলকে ২৪৩ রানের বিরাট ব্যবধানে খড়কুটোর মতন উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। আর এর ফলেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক বিরল নজির গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। একমাত্র দল হিসেবে স্পর্শ করেছে অস্ট্রেলিয়ার নজির।
ওডিআই ক্রিকেটের ইতিহাসে পরপর দুটি ম্যাচে ২০০'র অধিক রানে জয়ের নজির স্পর্শ করেছে ভারতীয় দল। গত ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা দলকে ৩০২ রানে গুড়িয়ে দিয়েছিল ভারত। সেই ম্যাচ মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা দল। তারপরেই এদিন ইডেন গার্ডেন্সে ২৪৩ রানের বিরাট ব্যবধানে জয়ে পেয়ে অজিদের নজির স্পর্শ করে ফেলল ভারতীয় দল। প্রসঙ্গত ২০০৭ সালে অজিরা এই নজির গড়েছিল। প্রথমে তারা ২০৩ রানের ব্যবধানে হারায় নেদারল্যান্ডস দলকে। পরবর্তী ম্যাচেই ২২৯ রানের ব্যবধানে তারা হারায় স্কটল্যান্ড দলকে। এই নজির গড়ার ক্ষেত্রে ভারতীয় দলের কৃতিত্ব আরও বেশি। কারণ অজিরা এই জয় পেয়েছিল আইসিসির দুই অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে। আর ভারত সেখানে এই জয় পেয়েছে দুই পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে।
এদিন ইডেন গার্ডেন্সের ২২ গজে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আক্রমণাত্মক ৪০ রানের ইনিংস ভারতের ইনিংসের ভিত্তি গড়ে দেয়। যার উপর দাঁড়িয়ে বাকি কাজটা সারেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজারা। বিরাট এদিন তাঁর কেরিয়ারের ৪৯ তম ওডিআই শতরান তুলে নেন। ১০১ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার করেন ৭৭ রান। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ঝোড়ো অপরাজিত ২৯ রানে ভর করে ৩২৬ রান করে ভারতীয় দল। যার জবাবে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ২৪৩ রানের বড় ব্যবধানে জয় পায় ভারতীয় দল।