ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত শর্মাদের বিরুদ্ধে গর্জে উঠলেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। এক প্রকার রোহিতদের হুমকি দিয়ে দিলেন। আমদাবাদে টুর্নামেন্টের ব্লকবাস্টার ম্যাচে নামার আগেই শাহিন আফ্রিদি জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিতে চান তিনি। ভারত ম্যাচের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনরত পাক দলকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। তারকা স্পিডস্টারের কাছে সেলফির আবদার-ও ভেসে যায়। শাহিন সাফ জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েই সেলফি তুলবেন তিনি। রেভ স্পোর্টস-এর প্রতিবেদনে শাহিন বলেছেন, ‘অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট (ভারতের বিপক্ষে) নেওয়ার পর।’
ভারতের বিপক্ষে প্ৰথমবার খেলতে নেমে ছাপ ফেলতে পারেননি শাহিন আফ্রিদি। তবে ২০২১-এ শাহিন ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়ে দিয়েছিলেন। আমির শাহিতে সেবার টি২০ ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল। ভারতের বিপক্ষে আফ্রিদি কার্যত অপ্রতিরোধ্য পারফরম্যান্স হাজির করেন। ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ভারতের টপ অর্ডারকে একাই ধ্বংস করে যান তিনি। শাহিনের অতিমানবিক পারফরম্যান্সের সৌজন্যেই পাকিস্তান সেই প্রথমবার কোনও বিশ্বকাপে ভারতকে হারাতে পেরেছিল। এবারেও সেই শাহিন শাহ আফ্রিদির দিকেই গোটা পাকিস্তান ক্রিকেট ভক্তরা।
তবে চলতি বিশ্বকাপে পাকিস্তানের শেষ দুটো ম্যাচে সেভাবে সফল হতে পারেননি শাহিন। এখনও বল হাতে নিজের ছাপ ফেলতে পারেননি তিনি। আসলে নাসিম শাহ এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে দলে বদলি বোলার হিসাবে আনা হয়েছে হাসান আলিকে। ভাবা হয়েছিল শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলির পেস ত্রয়ী বিপক্ষকে চাপে রাখবে। তবে এখনও সেটা হয়ে ওঠেনি।
নেদারল্যান্ডস ম্যাচে নিষ্প্রভ ছিলেন। শ্রীলঙ্কা ম্যাচেও তুমুল মার হজম করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার ৯ ওভার বল করেছিলেন আফ্রিদি। ৬৬ রান খরচ করেছিলেন তিনি। নিয়েছিলেন মাত্র ১ উইকেট। শনিবারই ভারতের বিপক্ষে মহাম্যাচে নামছে পাকিস্তান। ফর্মে থাকা ভারতীয় ব্যাটারদের কাছে কী অবস্থা হবে, ভাবতেই অনেক পাক সমর্থক শিউরে উঠছেন। তবে শাহিন মনে করেন এই ম্যাচ থেকেই তিনি ফর্মে ফিরবেন। এদিকে শাহিন আফ্রিদির চোট নিয়ে রীতিমত সংশয় রয়েছে। পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে হালকা চোট-ও পেয়েছেন শাহিন। পাক সূত্রের খবর, আঙুলে চোট নিয়েও বিশ্বকাপে খেলছেন স্পিডস্টার। যদিও সরকারিভাবে কোনওকিছু স্বীকার করে নেওয়া হয়নি। এখন দেখার শাহিন যা বলেছেন সেটা করেন কিনা।