ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আমদাবাদের নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে রাতিমতো চাঁদের হাট। গ্যালারিতে কারা উপস্থিত রয়েছেন, সেই তালিকা এতটাই দীর্ঘ যে, মনে রাখা মুশকিল। বরং কে নেই, সেটা খুঁজে পাওয়া তুলনায় সহজ। তবে অনুপস্থিতির তালিকায় এমন একটি নাম রয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের হতবাক করবে নিশ্চিত।
ভারত বিশ্বক্রিকেটে ছড়ি ঘোরাতে পারে, এই বিশ্বাস জুগিয়েছিলেন যিনি, ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে পরিচিতি এনে দিয়েছিলেন যিনি, রবিবার তিনিই উপস্থিত নেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অনুপস্থিতির কারণটাই আসলে অবাক করবে সকলকে।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মোতেরার গ্যালারিতে উপস্থিত থেকে রোহিতদের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পেলেন না। আসলে আইসিসি অথবা বিসিসিআই, কোনও তরফেই আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানালেন সেই কথা। যদিও কপিল দেব অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন।
বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তাঁর কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’
আরও পড়ুন:- World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের জন্য স্থগিত হয়ে গেল স্কুলের ইউনিট টেস্ট, কী জানাল কর্তৃপক্ষ?
কপিল দেব আরও বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’
উল্লেখযোগ্য বিষয় হল, বিসিসিআই সভাপতি রজার বিনি নিজে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। তিনি কীভাবে নিজের ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাতে ভুলে গেলেন, সেটাই অবাক করছে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন:- IND vs AUS: 'আমাদের গর্বিত করেছো', বিশ্বকাপ ফাইনালের আগে নিজের অত্যন্ত প্রিয় জিনিসটি কোহলিকে উপহার দিলেন সচিন
কপিল দেব আমন্ত্রণ পাননি, তবে ব্রডকাস্টারদের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপ ফাইনালের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য। রবিবার শাস্ত্রী, শ্রীকান্ত, গাভাসকররা ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে। বিসিসিআই সভাপতি রজার বিনি স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকারা রবিবার উপস্থিত থাকেন নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে। ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা হরভজন সিং, ইরফান পাঠান, মহম্মদ কাইফরাও হাজির আমদাবাদে। তবে কপিল দেবের না থাকা কোথাও একটা ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দিকটিকেই তুলে ধরল আন্তর্জাতিক ক্রিকেটমহলে। অবশ্য স্টেডিয়ামে বলিউডি জৌলুসের অভাব ছিল না।