রবিবার সারা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে সারা ভারতবর্ষে উন্মাদনা তুঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। ক্রিকেট উৎসবে সারা দেশের একজোট হওয়ার মুহূর্ত থেকে ছাত্র-ছাত্রীদের বঞ্চিত করতে চায় না ফরিদাবাদের এক স্কুল কর্তৃপক্ষ। তাই নিয়ম ভেঙে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা।
রবিবার পরিবারের সঙ্গে একজোট হয়ে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ থেকে ছাত্র-ছত্রীদের বঞ্চিত করতে চায় না ফরিদাবাদের ডিএভি পাবলিক স্কুল। তাই তারা সোমবারের ইউনিট টেস্ট স্থগিত রাখার কথা ঘোষণা করে। পরিবর্তে সেই পরীক্ষাগুলি করে নেওয়া হবে, তা স্কুল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়।
প্রিন্সিপালের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে লেখা হয়, ‘১৯ নভেম্বর, রবিবার ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা বিবেচনা করে ২০ নভেম্বর, সোমবারের ইউনিট টেস্ট পরীক্ষাগুলি স্থগিত রাখা হচ্ছে। স্টুডেন্ট বডির বহু অনুরোধ আসে পরীক্ষা পিছিয়ে দেওয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে ২১ নভেম্বর, মঙ্গলবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষাগুলি নেওয়া হবে।’
আরও পড়ুন:- IND vs AUS World Cup Final: বীরুর লড়াই ব্যর্থ করে পন্টিং একাই ছিনিয়ে নেন ম্যাচ, কী ঘটেছিল ২০০৩ বিশ্বকাপ ফাইনালে?
স্কুল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়, ‘আমরা বুঝি যে, পরিবারগুলিকে একজোট করার ক্ষেত্রে ক্রিকেট অন্যতম সেরা উপায়। সমস্ত বয়সের সমস্ত স্তরের মানুষের মনোরঞ্জনে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা আপনাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিচ্ছি এই আশায় যে, আসন্ন পরীক্ষাগুলিতেও আপনারা দারুণ ফলাফল করে দেখাবেন। চলুন একসঙ্গে খেলা যাক, যাতে ভারতীয় দল বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পারে।’
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে অস্ট্রেলিয়া এবং সেই সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
আরও পড়ুন:- World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের রণভূমি, দর্শকাসন থেকে সংস্কারের খরচ, চোখ রাখুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ইতিহাসে
অস্ট্রেলিয়া এই নিয়ে মোট ৮ বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। এর আগে তারা ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে অংশ নেয়। যার মধ্যে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার অজি দল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে আমদাবাদে।