এবারের বিশ্বকাপে অন্য এক আফগানিস্তানকে দেখা যাচ্ছে। টুর্নামেন্ট যত গড়াচ্ছে ততই যেন নিজেদের দাপট দেখাচ্ছে তারা। এবার আফগান দল হারাল শ্রীলঙ্কাকে। এই নিয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্যাচ জিতলেন রশিদ খানরা। আফগানদের এই পারফরম্যান্সে খুশি গোটা ক্রিকেট বিশ্ব। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান।সোমবার পুণেতে আফগানরা খেলতে নামে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান তোলে শ্রীলঙ্কা। পাথুন নিশঙ্কা ৬০ বলে ৪৬ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারির বিরুদ্ধে। এছাড়া সাদিরা ৩৬ এবং কুশল মেন্ডিস ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। তবে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন আফগানিস্তানের ফজলহক ফারুকি। তিনি ১০ ওভার বল করে ১ টি মেডেন সহ ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান তুলে নেয় আফগানরা। যদিও তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি এদিন। শুরুতেই গুরবাজের উইকেট হারায় তারা। তবে ইব্রাহিম জাদরান ৫৭ বলে ৩৯ রান এবং রহমত শাহ ৭৪ বলে ৬২ রান করেন। রহমত শাহের ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও হাশমতউল্লাহ শাহিদি ৭৪ বলে অপরাজিত ৫৮ রান করেন ২টি বাুন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ওমরজাই ৬টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে করেন ৬৩ বলে অপরাজিত ৭৩ রান। আফগান ব্যাটারদের দাপটে খুব সহজেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় তারা।তবে এই ম্যাচে পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে। বিশেষ করে আফগানদের ডাগআউটের ছবি উঠে এসেছে। এই রান তারা কীভাবে তাড়া করবে তার একটা ছক কষে রাখে আফগান টিম ম্যানেজমেন্ট। এক সাদা বোর্ডে দেখা যায় প্রথম ১০ ওভারে তাদের টার্গেট থাকবে ৫০ রান। ২০ ওভারে ১০০ রান তারা তোলার টার্গেট রাখবেন। ৩০ ওভারে ১৫০ এবং ৪০ ওভারে ২০০ রানের টার্গেট রাখে। ৪৮ ওভারে ২৪২ রান তারা টার্গেট রাখেন। পাশে এও লেখা থাকে তারা সেই নির্দিষ্ট ওভারগুলিতে কত রান তুলেছেন। এই পরিকল্পনা মাফিক এগিয়ে যান আফগানরা। আর তাতেই ৪৫.২ ওভারে জয় তুলে নেন রশিদ খানরা। আফগানদের রান তাড়া করার এই স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেক সমর্থক এই পরিকল্পনার প্রশংসা করেছেন।