শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন আগেই চলতি ওডিআই বিশ্বকাপে ঘটে গিয়েছে অন্যতম বিতর্কিত এক ঘটনা। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। সেই ম্যাচেই হেলমেটের ছেঁড়া স্ট্র্যাপের কারণে সময় নষ্ট হয়ে যাওয়ার ফলে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের আবেদনে টাইম আউট হতে হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। সেই ঘটনা থেকে যে ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস শিক্ষা নিয়েছেন তা বোঝা গেল বুধবারই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তাঁর হেলমেটের সঙ্গেও ঘটে এক ঘটনা। সেই ঘটনায় টাইম আউট এড়াতে সঙ্গে সঙ্গে আম্পায়ারকে জানান ওকস।
বাংলাদেশের সঙ্গে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হয়ে বিতর্কের ঝড় তুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আম্পায়ারের কাছে ম্যাথিউসের টাইম আউটের আবেদন করে সমালোচিত বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানও। ঘটনার আঁচ লেগেছে পুণেতে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচেও। আজ ব্যাটিংয়ে নামার সময় এই নিয়ে একটু ‘মজা’ও করেছেন ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকস। টসে জিতে আগে ব্যাটিং করা ইংল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারে মঈন আলি আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামেন ওকস। তবে নামার পর বেন স্টোকসের সঙ্গে এসে যোগ দেওয়ার পরই হেলমেটে সমস্যা বোধ করেন। এরপর স্টোকসের পরামর্শেই আম্পায়ারের দ্বারস্থ হন ওকস।
আম্পায়ারের কাছে কাঁচি বা চিমটে ধরনের একটি যন্ত্র থাকে। যা দিয়ে ম্যাচে অন ফিল্ড আম্পায়ার এহসান রাজা ওকসের হেলমেটের সমস্যার সমাধান করছেন। তবে ঘটনার সময়ে ওকসের মুখের হাসিই বলে দিয়েছিল ম্যাথিউসের সাম্প্রতিক ঘটনা মাথায় ছিল তাঁর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে এসে হেলমেটের ফিতে ছিঁড়ে যায় ম্যাথিউসের। এরপর নতুন হেলমেট ডেকে পাঠান তিনি। এরমধ্যেই আবেদন করে বসেন শাকিব। তাঁর আবেদনের পর আম্পায়ার অ্যাঞ্জেলোকে টাইম আউট দেন। এদিন ওকস যখন নামেন তখন দলের ১৯২ রানে ৬ উইকেট পড়ে যায়। ফলে ওকস আর কোন ঝুঁকি নেননি।