বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত তারা তিনটি ম্যাচ জিতেছে। প্রথমে অস্ট্রেলিয়া, দ্বিতীয়টি আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচটি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে ভারতীয় দল। এবার রোহিতদের সামনে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ অক্টোবর পুনের এমসিএ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। পরপর দুই ম্যাচ জিতেছে তারা। কিন্তু বাংলাদেশ দল এখন বেশ চাপে রয়েছে। কারণ তারা প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। স্বাভাবিক ভাবেই বেশ চাপে রয়েছে লিটন, শাকিবরা। ভারতের বিরুদ্ধে তারা যে পিছিয়ে নামবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে রোহিতরা ফর্মের মধ্য়ে রয়েছেন। এই পরিস্থিতিতে টাইগাররা বেশ পিছিয়ে নামবে তা বলার অপেক্ষা রাখে না। তার উপর আবার শাকিবের চোট। যদিও তিনি অনেটাই সুস্থ রয়েছেন। এখন এটাই দেখার ভারতের বিরুদ্ধে তিনি নামেন কিনা।
এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে চার বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে তিনবার। এবং বাংলাদেশ জিতেছে মাত্র একবার। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সেবারই অর্থাৎ ২০০৭ সালে ভারতকে হারায় তারা। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। সেবার ভারত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। সেই বছরই টি-টোয়ন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হয়। আর তিনি লেটার মার্কস নিয়ে পাস করে যায়। চ্যাম্পিয়ন হয় ভারত। শুরু হয় ধোনি যুগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনির দল। যদিও তারপর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি তারা।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে কতবার একে অপরের মুখোমুখি হয়েছে এবং সেই সব ম্যাচের ফলাফল:-
২০০৭ বিশ্বকাপ- ২০০৭ সালের ১৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে ভারত এবং বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ৫ উইকেটে।
২০১১ বিশ্বকাপ- ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় ভারত খেলতে নামে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে ৮৭ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া।
২০১৫ বিশ্বকাপ- ২০১৫ সালের ১৯ মার্চ ভারত-বাংলাদেশ মুখোমুখি হয় মেলবোর্নে। সেই ম্যাচে ১০৯ রানে জেতে ভারত।
২০১৯ বিশ্বকাপ- সেবার ২ জুলাই এজবাস্টনে একে অপরের মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ২৮ রানে জেতে বিরাট কোহলির দল।